For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দা ও লাদাখ সংঘাতের মাঝেই ভারত থেকে চিনে রফতানির পরিমাণ বেড়েছে ৩১ শতাংশ

Google Oneindia Bengali News

লাদাখ নিয়ে ভারত-চিনের সীমান্ত সংঘাত চলছেই। অবশ্য এর আগের থেকেই চলছিল অর্থনৈতিক মন্দা। তবে এর মধ্যেই ভারত থেকে চিনে রফতানির পরিমান ৩১ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির মূল্য ৭.২৯ বিলিয়ান মার্কিন ডলার। গত বছর এই সময়কালে এ দেশে থেকে চিনে রফতানির মূল্য ছিল ৫.৫৭ বিলিয়ান মার্কিন ডলার। এবার তা বেড়ে হয়েছে ৭.২৯ বিলিয়ান মার্কিন ডলার।

সামগ্রিক রফতানি কমলেও ভারত-চিন বাণিজ্য বেড়েছে

সামগ্রিক রফতানি কমলেও ভারত-চিন বাণিজ্য বেড়েছে

চলতি অর্থবর্ষে প্রথম চারমাসে অর্থাৎ, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত রফতানির হার যেখানে ২৯.৯৯ শতাংশ কমেছে, সেখানে চিনে রফতানি বৃদ্ধির হারকে উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। এই সময়েই দেশের সামগ্রিক রফতানি ১০৭.১৪ বিলিয়ান মার্কিন ডলার থেকে কমে হয়েছে ৭৫.০১ বিলিয়ান মার্কিন ডলার।

শিল্প মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য

শিল্প মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য

শিল্প মন্ত্রকের ওয়েবসাইটে উল্লেখিত বাণিজ্য তথ্য অনুসারে ২০২০-২১ অর্থবর্ষের এপ্রিল-জুলাইয়ে ভারত থেকে চিনে রফতানির পরিমান ২০০৭-০৮ সালের পর সব থেকে বেশি। পরিসংখ্যান অনুসারে, ভারতের মোট রফতানির মধ্যে চিনে রফতানির পরিমান এপ্রিল-জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ৯.৭১ শতাংশ।

লাদাখে ভারত-চিন সংঘর্ষের পর শুরু হয় বাণিজ্য যুদ্ধ

লাদাখে ভারত-চিন সংঘর্ষের পর শুরু হয় বাণিজ্য যুদ্ধ

লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরই চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত৷ অ্যান্টি-ডাম্পিং অ্যাকশনের দিকে তাকিয়ে কমপক্ষে ১০০টি চিনা পণ্য৷ ৫জি বাজারের মতো বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পে চিনা সংস্থাগুলির অংশগ্রহণ-সহ ভবিষ্যতে চিনের বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে৷

চিনা পণ্যের রমরমা কমানোর সিদ্ধান্ত

চিনা পণ্যের রমরমা কমানোর সিদ্ধান্ত

অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রক উভয়ই চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ করতে শুরু করেছে৷ কারণ তা দেশীয় শিল্পগুলির ক্ষতি করছে৷ চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

অ্যাপ ব্যানে ডিজিটাল যুদ্ধ

অ্যাপ ব্যানে ডিজিটাল যুদ্ধ

এদিকে দেশের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করে গত মাসে টিকটক, উইচ্যাট-সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়। এরপর কয়েকদিন আগেই আরও ৪৭টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ টেলিকম মন্ত্রকের তরফে সুরক্ষা বিষয়ে পর্যালোচনার পরই এই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, এই ৪৭টি অ্যাপ আগের নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির ক্লোন হিসেবে কাজ করছিল৷

২৭৫টি চিনা অ্যাপের উপর নজরদারি

২৭৫টি চিনা অ্যাপের উপর নজরদারি

শুধু তাই নয়, জাতীয় সুরক্ষা ও ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের জন্য মোট ২৭৫টি অ্যাপ কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে৷ পাবজির মতো জনপ্রিয় অ্যাপও এই তালিকায় রয়েছে৷ এই অ্যাপগুলির উপর শীঘ্রই নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে খবর৷

<strong>হাত মেলাল চিন-পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ারি বেজিংয়ের! পাত্তা দিল না ভারত</strong>হাত মেলাল চিন-পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ারি বেজিংয়ের! পাত্তা দিল না ভারত

English summary
Even after Economic slump and Ladakh LAC dispute, exports to China jump 31 pc in first quarter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X