For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু-কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, খতিয়ে দেখবেন ৩৭০ ধারা বিলোপ পরবর্তী অবস্থা

জম্মু-কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, খতিয়ে দেখবেন ৩৭০ ধারা বিলোপ পরবর্তী অবস্থা

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরের অনেকটাই কমেছে জঙ্গি নাশকতার পরিমাণ। এমনকী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপও আগের থেকে বহুগুন কমেছে বলে দাবি। যদিও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের দাবি আবার অন্য। উল্টে আগের থেকে দমন পীড়ন অনেকটাই বেড়েছে বলে দাবি করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন নেতা মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লারা। এবার এরই মাঝে দুদিনের কাশ্মীর সফরে এলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

ভারত সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

ভারত সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

ওয়াকিবহাল মহলের ধারণা ৩৭০ ধারা বিলোপের পর জম্মু-কাশ্মীরের আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে তা সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার দু'দিনের সফরে এল ইউরোপীয় ইউনিয়নের ২০টি দেশের একটি প্রতিনিধি দল।ইতিমধ্যেই তারা শ্রীনগরেও পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। উপত্যকায় থাকে তাঁদের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই এই কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান আবহ বোঝার চেষ্টা করছেন তারা।

 মুক্তির পরেও ফের বন্দি মেহবুবা, ওমর

মুক্তির পরেও ফের বন্দি মেহবুবা, ওমর

এদিকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে একাধিক ইস্যুতে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর। এমনকী মেহবুবা মুফতি, ফারুক এবং ওমর আবদুল্লার মতো শীর্ষ স্তরের নেতাদের গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রে বিরুদ্ধে। এমনকী মুক্তির পর চলতি মাসে ফের তাঁদের গৃহবন্দি করা হয়েছে বলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ওমর। এমতাবস্থায় বিদেশি কূটনীতিকদের ভারতে আগমণ বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সকলে।

বাস্তব পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখথে ভারত সফর ?

বাস্তব পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখথে ভারত সফর ?

এদিকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের ঘটনাটি আগেই আন্তর্জাতিক স্তরে পৌঁছেছিল। যা নিয়ে গত দু-বছর ধরেই সরব রয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। এই প্রেক্ষাপটে কেন্দ্র যা দাবি করছে, বাস্তবে আদৌও তার সঙ্গে কোনও মিল আছে কি না তা খতিয়ে দেখতেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি কাশ্মীর সফরে এসেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আর এই পদক্ষেপে কেন্দ্রের যে খানিকটা হলেও স্নায়ুর চাপ বাড়বে তা বলাই বাহুল্য।

জেলা উন্নয়ন পর্ষদের সদস্যদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা

জেলা উন্নয়ন পর্ষদের সদস্যদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা

অন্যদিকে সম্প্রতি জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তাদের সদস্য সফরকালেই সেখানকার জেলা উন্নয়ন পর্ষদের নতুন সদস্যদের সঙ্গেও কথা বলবেন বলে জানা যাচ্ছে। এমনকী আন্তর্জাতিক প্রতিনিধি দলের এই সফরে সীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টিও তুলে ধরার চেষ্টা হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও এক ধাক্কা! তৃণমূল ছাড়লেন জনপ্রিয় এই অভিনেতা আরও এক ধাক্কা! তৃণমূল ছাড়লেন জনপ্রিয় এই অভিনেতা


English summary
EU delegation arrives in Srinagar to assess current situation in Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X