For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়োগকর্তাদের পাশে সরকার! কমানো হল ইএসআই কন্ট্রিবিউশন

ইএসআই-এর ইতিহাসে এই প্রথমবার। ১৯৯৭ সালের পর থেকে এই ২২ বছরে প্রথমবার ইএসআই-এ সরকারে অবদান কমানো হচ্ছে। ৬.৫ শতাংশ থেকে তা করা হচ্ছে ৪ শতাংশ। এক সরকারি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ইএসআই-এর ইতিহাসে এই প্রথমবার। ১৯৯৭ সালের পর থেকে এই ২২ বছরে প্রথমবার ইএসআই-এ সরকারে অবদান কমানো হচ্ছে। ৬.৫ শতাংশ থেকে তা করা হচ্ছে ৪ শতাংশ। এক সরকারি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে।

নিয়োগকর্তাদের পাশে সরকার! কমানো হল ইএসআই কন্ট্রিবিউশন

নিয়োগকর্তার দেয় টাকার পরিমাণও কমানো হয়েছে। ৪.৭৫ শতাংশ থেকে তা কমিয়ে ৩.২৫ শতাংশ করা হয়েছে। কর্মচারীদের দেয় টাকার পরিমাণও কমানো হয়েছে। ১.৭৫ শতাংশ থেকে তা কমিয়ে করা হয়ে ০.৭৫ শতাংশ। ১ জুলাই থেকে নতুন সরকারি নির্দেশিকা কার্যকর করা হবে। এর ফলে ৩.৬ কোটি কর্মী এবং ১২.৮৫ লক্ষ নিয়োগকর্তা উপকৃত হবেন।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, আরও বেশি নিয়োগকর্তা যাতে ইএসআই-এ তাদের নাম নথিভুক্ত করেন, অর্থাৎ এই প্রক্রিয়ায় যাতে আরও শ্রমিকের নাম নথিভুক্ত করা যায় সেইজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি নতুন নির্দেশিকায় নিয়োগকর্তার দায় অনেকটাই কমবে। এক্ষেত্রে নিয়োগকর্তার ব্যবসারও উন্নতি হবে বলে মন্তব্য করা হয়েছে।

ইএসআই-এ নথিভুক্ত কর্মীরা তাদের নিজেদের এবং পরিবারের সদস্য জন্য চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। অসুস্থ হয়ে পড়লে মাইনের ৭০ শতাংশ এবং বছরে সর্বোচ্চ
৯১ দিনের মাইনে মেয়ে থাকেন। মাতৃত্বকালীন সুবিধার ক্ষেত্রে ২৬ সপ্তাহের সবেতন ছুটি পাওয়া যায়।

English summary
In the first such move since 1997, the rate of contribution under the Employees’ State Insurance (ESI) Act has been reduced from 6.5 per cent to 4 per cent, the government said in a statement issued Thursday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X