For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ইপিএফ-এ সুদের হার কমার সম্ভাবনা, সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের

ইপিএফের সুদের হার ফের কমতে পারে। এমনটাই খবর ইপিএফ সূত্রে। বন্ড থেকে আয় কম হওয়ায় সুদ ফের কমানো হতে পারে জানা গিয়েছে। তবে অর্থনীতিবিদদের একাংশ সম্ভাবনার তথ্য নিয়েই প্রশ্ন তুলেছেন।

  • |
Google Oneindia Bengali News

ইপিএফের সুদের হার ফের কমতে পারে। এমনটাই খবর ইপিএফ সূত্রে। বন্ড থেকে আয় কম হওয়ায় সুদ ফের কমানো হতে পারে জানা গিয়েছে। তবে অর্থনীতিবিদদের একাংশ সম্ভাবনার তথ্য নিয়েই প্রশ্ন তুলেছেন।

ফের ইপিএফ-এ সুদের হার কমার সম্ভাবনা, সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের

ইপিএফ-এ বর্তমানে সুদের হার ৮.৬৫ শতাংশ। ২০১৬-১৭ সালে সদস্য রয়েছেন প্রায় ৪.৫ কোটি। এক্সচেঞ্জ ট্রেড ফান্ড অর্থাৎ ইটিএফ থেকে আয় কম হওয়ায় ২০১৭-১৮ সালের জন্য সদস্যদের সুদের হার কমাতে পারে। সূত্রের খবর এমনটাই। তবে তার আগে চলতি অর্থবর্ষের আয় খতিয়ে দেখছে সংস্থা। তারপরেই সুদের হার কমানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার বাজার চাঙ্গা থাকলেও ইপিএফ-এর সুদ কেন কমবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সদস্যরা।
২০১৫-১৬ আর্থিক বছরে ১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল ইপিএফের সুদের হার। সেই সময় সুদের হার ছিল ৮.৮ শতাংশ।
অর্থনীতিবিদ অভিরূপ সরকার জানিয়েছেন, সুদ কমালে বিপদে পড়বেন গরিব মানুষ। তাঁর মতে প্রভিডেন্ট ফাণ্ড সাধারণ মানুষের জন্য। ফলে ভর্তুকি দিয়ে তাকে প্রোকেটশন দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।

English summary
EPFO may lower interest rate for second time in two years, says official. EPFO gave interest of 8.65 percent on the savings to its 4.5 crore members for 2016-17.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X