For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন ঘোষণা ইপিএফ-এর! দেরিতে টাকা জমা দিলেও শাস্তি নয়, সুবিধা সাড়ে ৬ লক্ষ নিয়োগকর্তাকে

এবার নিয়োগকর্তাদের জন্য বড় ঘোষণা ইপিএফওর। প্রভিডেন্ট ফান্ডের টাকা দেরিতে জমা দেওয়ার কারণে তাদেরকে কোনওরকমের শাস্তির মুখে পড়তে হবে না বলেও জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এবার নিয়োগকর্তাদের জন্য বড় ঘোষণা ইপিএফওর। প্রভিডেন্ট ফান্ডের টাকা দেরিতে জমা দেওয়ার কারণে তাদেরকে কোনওরকমের শাস্তির মুখে পড়তে হবে না বলেও সরকারিভাবে জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা মতো ১২ শতাংশের জায়গায় ১০ শতাংশ টাকা জমা দেওয়ার সুবিধা পাবেন নিয়োগকর্তারা।

বেশ কিছু ছাড়ের সঙ্গে বাড়তে চলেছে লকডাউন, খবর সূত্রেরবেশ কিছু ছাড়ের সঙ্গে বাড়তে চলেছে লকডাউন, খবর সূত্রের

শাস্তি যোগ্য অপরাধ নয়

শাস্তি যোগ্য অপরাধ নয়

দেশব্যাপী প্রায় ২ মাস হতে চলেছে লকডাউন। বিভিন্ন সংস্থা বন্ধ থাকায় সংস্থাগুলির হাতে নগদের অভাব দেখা দিয়েছে। ফলে তারা সময়মতো ইপিএফ-এর টাকা জমা দিতে পারছেন না। এই অর্থনৈতিক কারণকে ডিফল্ট হিসেবে গণ্যা করা হবে না এবং এ জাতীয় বিলম্বের জন্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও গণ্য করা হবে না।

প্রায় ৬৫০,০০০ সংস্থার সুবিধা

প্রায় ৬৫০,০০০ সংস্থার সুবিধা

সরকারের তরফ থেকে জানানো হয়েছে সরকারি পদক্ষেপে প্রায় ৬৫০,০০০ সংস্থার সুবিধা হবে। তাঁদের শাস্তির মুখে পড়তে হবে না।

মে থেকে নতুন নিয়ম কার্যকর

মে থেকে নতুন নিয়ম কার্যকর

এর আগে জানানো হয়েছিল, ২৪ শতাংশের বদলে সংস্থাগুলিকে বেতনের ২০ শতাংশ ইপিএফে জমা দিলেও চলবে। শুক্রবার জানানো হয়েছে এই নিয়ম মে থেকে কার্যকর করা হবে।

২৩ লক্ষ কর্মী তুলেছেন ৮ হাজার কোটি

২৩ লক্ষ কর্মী তুলেছেন ৮ হাজার কোটি

করোনা হানা দেওয়ার পর সরকারের তরফ থেকে ইপিএফও থেকে টাকা তোলার সুবিধা দিয়েছিল। সেই সময় প্রায় ২৩ লক্ষ কর্মী ৮ হাজার কোটি টাকা তুলেছেন।

English summary
EPFO has decided not to penalise employers for delay in depositing provident Fund during lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X