For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইঁদুরের জন্যই ভেঙে পড়েছে সেচপ্রকল্পের খাল! সরকারের বিরুদ্ধে তদন্তের দাবিতে শোরগোল বিজেপি বিধায়কের

সেচ খাল উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই তা ধুয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল ঝাড়খণ্ড সরকার।

  • |
Google Oneindia Bengali News

সেচ খাল উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই তা ধুয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল ঝাড়খণ্ড সরকার। প্রায় ৪২ বছর আগে হাজারিবাগে খাল কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় প্রকল্পের খরচ ধরা হয়েছিল ১২ কোটি টাকা। পরবর্তী ৪২ বছরে সেই কাজ হয়েছে, যার প্রকল্প খরচ দাঁড়িয়েছিল ২,১৭৬ কোটি টাকা। এরপর গত বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ওই খালের উদ্বোধন করেন। যদিও সেই উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই তা ধুয়ে সাফ হয়ে যায়।

ইঁদুরের জন্যই ভেঙে পড়েছে সেচপ্রকল্প! সরকারের বিরুদ্ধে তদন্তের দাবিতে শোরগোল বিজেপি বিধায়কের

খাল ভেঙে যাওয়ায় ঝাড়খণ্ডের হাজারিবাগের বিষ্ণুগড়ে কোনার নদীর সেচসেবিত এলাকা প্লাবিত হয়। প্রায় ৩৫ টি গ্রাম চলে যায় জলের তলায়। রাজ্য সেচদফতর অবশ্য এর জন্য দোষ চাপিয়েছে খালের পাড়ে থাকা ইঁদুরের গর্তের ওপর। অন্যদিকে, বিজেপির বাগোদরের বিধায়ক নগেন্দ্র মাহাত ভুক্তভোগী কৃষকদের জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন। বিষয়টি নিয়ে তদন্তেরও দাবি করেছেন তিনি।

সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ইঁদুরের গর্তের কারণেই খালের পাড় ভেঙে গিয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অরুণ কুমার সিং জল সম্পদ দফতরের চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্ব তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন।

এদিকে এই ঘটনা নিয়ে বর্তমান সরকার প্রবল সমালোচনার মুখে পড়েছে। বিরোধী অলোক দুবে বিজেপি সরকার অন্যের কাজের কৃতিত্ব দাবি করে, কিন্তু এক্ষেত্রে কী হবে। জানা গিয়েছে, ওই খালের পাড় মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১৯৭৮ সালে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন বিহারের তৎকালীন রাজ্যপাল জগন্নাথ কৌশল।

English summary
Enquiry orders in collapse of canal's inauguration function by Jharkhand CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X