For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অনেক হয়েছে'! অযোধ্যা মামলার শুনানি আজই শেষ হবে বিকেল ৫ টার মধ্যে, বার্তা রঞ্জন গগৈয়ের

  • |
Google Oneindia Bengali News

বিতর্কিত রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি ঘিরে ক্রমেই চড়ছে পারদ। দেশের অন্যতম সংবেদনশীল ইস্যু 'রাম জন্মভূমি' ঘিরে এই মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে চলছে । আর তা নিয়েই চিফ জাস্টিস রঞ্জন গগৈ সাফ জানিয়ে দিয়েছেন, 'অনেক হয়েছে আজ বিকেল ৫ টার মধ্যেই শেষ করতে হবে এই মামলার শুাননি।'

অনেক হয়েছে! অযোধ্যা মামলার শুনানি আজই শেষ হবে বিকেল ৫ টার মধ্যে, বার্তা রঞ্জন গগৈয়ের

প্রসঙ্গত, টানা ৩৯ দিন ধরে দৈনিক শুনানি চলছে অযোধ্যা মামলা নিয়ে। সুপ্রিম কোর্টে বুধবারই সেই মামলার শুনানি শেষ হওয়ার দিন। আর এদিন মামলার শুনানির সময় চিফ জাস্টিস রঞ্জন গগৈ কড়া নির্দেশে জানিয়ে দেন, আজ বিকেল ৫ টার মধ্যে শেষ করতে হবে। উল্লেখ্য, ১৭ নভেম্বর অবসর নিতে চলেছেন চিফ জাস্টিস রঞ্জন গগৈ।

অবসরের আগে অযোধ্যা মামলার রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতি বাতিল করলেন বিদেশ সফরঅবসরের আগে অযোধ্যা মামলার রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতি বাতিল করলেন বিদেশ সফর

উল্লেখ্য, এর আগে চিফ জাস্টিসের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবাধিক বেঞ্চ জানিয়ে দিয়েছিল, আগামী শুক্রবারের মধ্যে অযোধ্যা জমি বিতর্ক সম্পর্কিত মামলা শেষ করতে হবে। আর আজ ৪০ তম দিনে পড়ল এই মামলা। আজ বিকেল ৫ টার মধ্যে এই শুনানি শেষ হওয়ার পর দেশের শীর্ষ আদালত এই নিয়ে কোনপথে এগিয়ে যায়, সেদিকে নজর গোটা দেশের।

অযোধ্যা মামলা: সুপ্রিম কোর্টে শেষ মুহূর্তে 'সুন্নি ওয়াকফ বোর্ড' কে ঘিরে জল্পনাঅযোধ্যা মামলা: সুপ্রিম কোর্টে শেষ মুহূর্তে 'সুন্নি ওয়াকফ বোর্ড' কে ঘিরে জল্পনা

English summary
Enough Is Enough", Ayodhya Hearing To End At 5 pm says Ranjan Gagoi.The Ayodhya mediation panel is likely to file its report on the second round of mediation today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X