For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ মাস পরে হানিপ্রীতের ডায়েরির গোপন লেখা উদ্ধার! হাতে এল চাঞ্চল্যকর তথ্য

হানিপ্রীতের একটি ডায়েরি সেইসময়ে তদন্তকারীদের হাতে এসেছিল। তা তদন্ত করেই নানা গোপন তথ্য হাতে এসেছে বলে মনে করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

গতবছরের অগাস্ট মাসে গুরমিত রাম রহিম সিংয়ের ধর্ষণ মামলায় পাঁচকুলা আদালতে সাজা হওয়ার পরে এলাকায় আগুন জ্বলে। বহু মানুষ মারা যান। এলাকায় উত্তেজনা ছড়ানো ও রাম রহিমকে নানা দুষ্কর্মে সঙ্গ দেওয়ার অভিযোগে পালিত কন্যা হানিপ্রীত ইনসানকে গ্রেফতার করে পুলিশ। রাম রহিমের সাজার বেশ কিছুদিন পরে পালিয়ে বেরানো হানিপ্রীত পুলিশের জালে ধরা দেয়।

১১ মাস পরে হানিপ্রীতের ডায়েরির গোপন লেখা উদ্ধার

হানিপ্রীতের একটি ডায়েরি সেইসময়ে তদন্তকারীদের হাতে এসেছিল। তাতে নানা গোপন তথ্য ছিল বলে গোয়েন্দারা সন্দেহ করেছিলেন। এতদিনে সেই ডায়েরির নানা বিষয় খতিয়ে দেখে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। এর মাঝে হানিপ্রীত বেশ কয়েকবার জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছে।

ডেরা সাচা সৌদার নানা অনৈতিক কাজকর্মের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেশ জুড়ে নানা জায়গায় ডেরার সম্পত্তি ছড়িয়ে রয়েছে। হানিপ্রীতের ডায়েরি থেকে নানা গোপন সম্পত্তির হদিশও নাকি মিলেছে। গত অক্টোবরে ডায়েরি হাতে পাওয়ার পরে বহু কিছু উদ্ধার হয়েছে।

ডায়েরিতে বিভিন্ন শব্দ বা বাক্য যেমন - 'ওয়ানাড় কেরল ল্যান্ড', 'হিমাচল কা ল্যান্ড নিউ', 'দার্জিলিং ল্যান্ড', 'সঞ্জু ল্যান্ড গুরগাঁও' ইত্যাদি লেখা রয়েছে। এছাড়াও নানা জটিল হিসাব নিকাশ কষা রয়েছে। এতদিনের চেষ্টায় হানিপ্রীতের ডায়েরির অনেক লেখা উদ্ধার করা গিয়েছে। সেগুলি এই মামলায় পুলিশের বিশেষ কাজে লাগছে।

এছাড়া ডেরার বিভিন্ন গোপন সম্পত্তি উদ্ধারেও হানিপ্রীতের ডায়েরি বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া হানিপ্রীত ও রাম রহিমের ডেরা থেকে ল্যাপটপ ও কম্পিউটারও উদ্ধার হয়েছে। সেগুলি থেকেও গোপন তথ্য সামনে আসবে বলে গোয়েন্দারা মনে করছেন।

English summary
Enforcement Directorate decode Honeypreet's 'secret' diary after eleven months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X