For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে বাসে মহিলাদের আসনের রং গোলাপি করার সিদ্ধান্ত, পুরুষদের জন্য কী ব্যবস্থা, জেনে নিন

বাসে মহিলাদের আসনের রং করা হয়েছে গোলাপি রঙের। পুরুষযাত্রীরা যাতে বাসের মহিলা আসনে না বসতে পারেন তার জন্য এমনই ব্যবস্থা নিয়েছে বেঙ্গালোর মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশন।

  • |
Google Oneindia Bengali News

বাসে মহিলাদের আসনের রং করা হয়েছে গোলাপি রঙের। পুরুষযাত্রীরা যাতে বাসের মহিলা আসনে না বসতে পারেন তার জন্য এমনই ব্যবস্থা নিয়েছে বেঙ্গালোর মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশন।

[আরও পড়ুন: এই শহর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ তথ্যপ্রযুক্তি কর্মী][আরও পড়ুন: এই শহর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ তথ্যপ্রযুক্তি কর্মী]

[আরও পড়ুন: মেলবোর্ন, সিঙ্গাপুরের পাশে বেঙ্গালুরু, কলকাতা কবে][আরও পড়ুন: মেলবোর্ন, সিঙ্গাপুরের পাশে বেঙ্গালুরু, কলকাতা কবে]

এই শহরের বাসে মহিলাদের আসনের রং গোলাপি করার সিদ্ধান্ত

এর আগে পুরনো বাসগুলিতে নীলরঙের আসন নির্দিষ্ট করা ছিল মহিলাদের জন্য। ফিটনেস সার্টিফিকেট নেওয়ার সময় এবার তাদেরও আসনের রং বদল করে গোলাপি করতে বলা হয়েছে। নতুন বাসগুলিতে মহিলাদের আসন থাকছে গোলাপি রঙেরই। পরিবহণমন্ত্রী এইচ এম রিভান্না এমনটাই জানিয়েছেন।

পরিবহণ দফতরের জারি করা তথ্য থেকে জানা যাচ্ছে, ২০১৩-র মার্চ থেকে ২০১৭-র অক্টোবর পর্যন্ত মহিলা আসনে বসা ৬০,১৩৮ জন পুরুষযাত্রীর কাছ থেকে ৬০.১৩ লক্ষ টাকা আদায় করা হয়েছে। ২০১৪ সালে সবথেকে বেশি প্রায় ২৫ হাজার পুরুষযাত্রী আইনভঙ্গ করেছিলেন। এরপর থেকে সংখ্যাটা কমতে থাকে।

২০১৫ সালে বিএমটিসি ১৫হাজার পুরুষযাত্রীকে ফাইন করেছে। ২০১৬ সালে সংখ্যাটা ছিল ৫,৫০০। আর ২০১৭-র এপ্রিল থেকে প্রথম সাত মাসে ২৯৫৯ জনকে পাকড়াও করা হয়েছে মহিলা আসনে বসার জন্য।

English summary
To end unsavoury practice of men occupying seats designed for women in buses, BMTC has turned them pink.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X