For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগে অশান্ত ছত্তিশগড়! সংঘর্ষে মৃত ১ মাওবাদী,হত ১ জওয়ান

ভোটের আগের দিন অশান্তি ছত্তিশগড়ে। দুই জেলায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভোটের আগের দিন অশান্তি ছত্তিশগড়ে। দুই জেলায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেখান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কাঙ্কেরে মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে এক বিএসএফ জওয়ান গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

ভোটের আগে অশান্ত ছত্তিশগড়! সংঘর্ষে মৃত ১ মাওবাদী, আহত ১ জওয়ান

বিধানসভার ১৮ টি আসনে নির্বাচনে ৬৫ হাজার আধাসামরিক বাহিনী-সহ মোট নিরাপত্তা বাহিনীর সংখ্যা প্রায় একলক্ষ। জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এরই মধ্যে রবিবার সকালে বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে এক মাওবাদীর মৃত্যু হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। সংঘর্ষস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে কাঙ্কেরের কোয়ালি বেদায় আইইডি বিস্ফোরণে বিএসএফ-এর এক এএসআই গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।

সোমবার ১৮ টি আসনে নির্বাচন হতে চলেছে। যার মধ্যে ১০ টি আসনে ভোটগ্রহণের সময় সকাল সাতটা থেকে বিকেল তিনটে। দশটি আসনের মধ্যে রয়েছে, নারায়ণপুর, দান্তেওয়ারা, বিজাপুর, কোনটা, মোহলা-মানপুর, আন্তাগড়, ভানুপ্রতাপপুর, কাঙ্কের, কেশকাল এবং কোন্ডাগাঁও।

বাকি আটটি আসনে ভোটগ্রহণের সময় সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। কেন্দ্রগুলি হল, রাজনন্দগাঁও-এর খাইরাগড়, দোঙ্গারগড়, রাজনন্দগাঁও, দোঙ্গারগাঁও এবং খুজ্জি। বস্তার জেলার কেন্দ্রগুলি হল বস্তার, জগদলপুর, চিত্রকুট।

English summary
Encounter underway in Bijapur between security forces and Maoists in Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X