For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনন্তনাগে খতম ৪ আইএস সন্ত্রাসবাদী, শহিদ ১ পুলিশ কর্মী

ইদের উৎসব শেষ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয় গোটা উপত্যকা জুড়ে চলবে জঙ্গি দমন অভিযান । কোনও ভাবেই রেয়াত করা হবে না বিচ্ছিন্নতাবাদী শক্তিকে।

Google Oneindia Bengali News

ইদের উৎসব শেষ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয় গোটা উপত্যকা জুড়ে চলবে জঙ্গি দমন অভিযান । কোনও ভাবেই রেয়াত করা হবে না বিচ্ছিন্নতাবাদী শক্তিকে। সেই মত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গি দমন অভিযানে নেমে পড়ে ভারতীয় সেনা। এদিন অনন্তনাগে শ্রীগুফওয়ারাতে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেয়ে অভিযান চালায় সেনা। সেনা অভিযানে নিকেশ করা হয় ৪ সন্ত্রাসবাদীকে। শহীদ ১ পুলিশ কর্মী। মৃত জঙ্গিরা ইসলামিক স্টেট সংগঠনের জঙ্গি বলে খবর।

অনন্তনাগে সেনা জঙ্গি গুলির লড়াই, জালে ২ সন্ত্রাসবাদী

গোটা শ্রীগুফওয়ারা গ্রামকে ঘিরে ফেলে ভারতীয় সেনার জওয়ানরা। সেনার গুলির জবাবে আসে পাল্টা গুলি। সেনা ও জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এলাকা জুড়ে চলছে ব্যাপক তল্লাসি। কোথাও কোনও জঙ্গি যেন লুকিয়ে থাকতে না পারে, তার জন্য চলেছে অভিযান। উল্লেখ্য, কিছুদিন আগে কাশ্মীরের পুলওয়ামায় দুই পুলিশ কর্মীর ওপর জঙ্গিদের হামলার পরই এই অভিযানে নামে ভারতীয় সেনা।


এদিকে, অমরনাথ যাত্রায় পূর্ণ্যার্থীদের নিরাপত্তার জন্য জাতীয় নিরাপত্তা গার্ডের একটি বিশেষ দলকে শ্রীনগরে পাঠিয়েছে কেন্দ্র। শ্রীনদর জুড়ে মোতায়েন রয়েছে এনএসজি। এই সময়ে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তথা যেকোনও রকমের জঙ্গি হামলা ঠেকাতে নিশ্চিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক।

English summary
Encounter underway between security forces, terrorists in Anantnag of jammu and kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X