For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসল 'সিংহম'! ধর্ষণে অভিযুক্তকে গুলি করলেন রামপুরের আইপিএস অফিসার, হইচই উত্তরপ্রদেশে

আইন করেও এতোদিন কাজ হয়নি। সেটাই করে দেখালেন উত্তর প্রদেশের রামপুরের আইপিএস অফিসার। ধর্ষণে অভিযুক্তকে গুলি করলেন তিনি।

Google Oneindia Bengali News

আইন করেও এতদিন কাজ হয়নি। সেটাই করে দেখালেন উত্তর প্রদেশের রামপুরের আইপিএস অফিসার। ধর্ষণে অভিযুক্তকে গুলি করলেন তিনি। এনকাউন্টারে বেশ নাম-যশ রয়েছে আইপিএস অফিসার অজয় শর্মার। রামপুরেই এক শিশুকে অপহরণ করে ধর্ষণ এবং খুন করায় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিস। পলাতক অভিযুক্তকে ধরতে গিয়েই এনকাউন্টার করা হয়।

ধর্ষণে অভিযুক্তকে গুলি করল রামপুরের সিংহম আইপিএস অফিসার

খবরটা প্রকাশ্যে আসতেই কেমন একটা শান্তির নিঃশ্বাস ফেলে সোশ্যাল মিডিয়া। অবশেষে বিচার হয়েছে। নির্ভয়া, আসিফাদের যাঁরা ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করেছিল তাঁদের ফাঁসিকাঠে ঝোলাতে বোধ হয় শতাব্দী পার হয়ে যাবে। এই ধরনের নারকীয় কাজের শাস্তি কী তাহলে কিছুই নেই? এই নিয়ে, আলোচনা, তর্ক বিতর্ক চলছে, চলবেই। বাস্তবে কী করা উচিত সেটা দেখিয়ে দিলেন রামপুরের দাবাং আইপিএস অফিসার।

বন্দুকের ট্রিগার চাপতে একবারও হাত কাঁপেনি তাঁর। মনে হয়নি এর জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে। একটি নয়, নির্ধিধায় তিন রাউন্ড গুলি চালান তিনি। পায়ে গুলি লেগে কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েছিল অভিযুক্ত। টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আইপিএস অফিসারের এই কীর্তি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। ২০১১ সালের ব্যাচের আইপিএস অফিসার তিনি। লুধিয়ানার বাসিন্দা। গত ৮ বছর ধরে উত্তর প্রদেশের বিভিন্ন শহরে কাজ করেছেন তিনি। এখন রামপুরে কর্তব্যরত। তাঁর বীরত্বের খবরে চারিদিকে হইচই পড়ে গিয়েছে।

English summary
Encounter specialist UP police officer guns down rape accused
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X