For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলএআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তের বিরোধিতায় ময়দানে কর্মচারী ইউনিয়ন গুলি

  • |
Google Oneindia Bengali News

এবারের বাজেটে জীবন বিমা নিগমের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার তা নিয়ে শুরু হয়েছে জল ঘোলা। শনিবার এলআইসির কর্মচারী ইউনিয়ন গুলি সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেছে বলে জানা যাচ্ছে।

এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্ত সরকারের

এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্ত সরকারের

এলআইসি-তে সরকারের বড় অংশ বিক্রির সিদ্ধান্ত জানিয়ে নির্মলা বলেন, সরকার ইনিশিয়াল পাবলিক অফারে তার শেয়ারের কিছুটা বিক্রি করে দেওয়ার পথে হাঁটতে চলেছে। প্রাথমিকভাবে পাবলিক অফারের (আইপিও) মাধ্যমে রাষ্ট্রীয় পরিচালিত বীমা অংশে কেন্দ্রের এলআইসির শেয়ার বিক্রির পরিকল্পনাকে এলআইসির কর্মচারী ইউনিয়ন গুলি "জাতীয় স্বার্থের পরিপন্থী" বলেও উল্লেখ করে।

প্রভাব পড়বে পলিসি হোল্ডারদের উপরেও

প্রভাব পড়বে পলিসি হোল্ডারদের উপরেও

সরকারের এই ঘোষণার কারণে আগামীতে এলআইসির কোটি কোটি পলিসি হোল্ডারদের ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাজেট বক্তৃতায় নির্মলার ঘোষণা অনুসারে দেশের শীর্ষ বিমা সংস্থা এবার সরকারের বিলগ্নিকরণের জন্য বাছাই প্রতিষ্ঠানগুলির তালিকায় স্থান পেয়েছে। বর্তমানে ১৯৫৬ সালে তৈরি এলআইসির ১০০ শতাংশ শেয়ারই সরকারের হাতে রয়েছে বলে জানা যাচ্ছে।

দেশব্যাপী আন্দোলনের ডাক কর্মচারী ইউনিয়ন গুলির

দেশব্যাপী আন্দোলনের ডাক কর্মচারী ইউনিয়ন গুলির

এই প্রসঙ্গে এলআইসির কর্মচারী ইউনিয়নের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, "আমরা এলআইসিতে সরকারি শেয়ারের কিছু অংশ বিক্রি পরিকল্পনার তীব্র বিরোধিতা করছি এবং এই পদক্ষেপটি বৃহত্ অর্থে দেখতে গেলে জাতীয় স্বার্থেরও পরিপন্থী"। আগামী এই সিদ্ধান্তের বিরোধিতায় সাড়া দেশব্যাপী প্রতিবাদের রাস্তাতেও তারা হাঁটতে চলেছেন বলে তিনি জানান।

English summary
Employee unions objected to the decision of the government to sell LIC shares
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X