For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসবিআই সমেত বিভিন্ন ব্যাঙ্কে বাড়ল সুদের হার, দামী হচ্ছে ইএমআই

হোলির উৎসবের আনন্দের মধ্যেই আচমকা হতাশামূলক খবর। এসবিআই সমেত একাধিক ঋণদায়ী সংস্থা তথা ব্যাঙ্কে বাড়ানো হল সুদের হার।

  • |
Google Oneindia Bengali News

হোলির উৎসবের আনন্দের মধ্যেই আচমকা হতাশামূলক খবর। এসবিআই সমেত একাধিক ঋণদায়ী সংস্থা তথা ব্যাঙ্কে বাড়ানো হল সুদের হার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , আইসিআইসিআই ব্যাঙ্কে ঋণের ক্ষেত্রে বাড়ানো হল সুদ।

এসবিআই সমেত বিভিন্ন ব্যাঙ্কে বাড়ল সুদের হার, দামী হচ্ছে ইএমআই

বছর সেষের হিসাবে, ব্যাঙ্কিং পরিষেবায় নগত অর্থ যোগানোর ক্ষেত্রে আর্থিক অভাব দেখা দিয়েছে। জানা যাচ্ছে এর জেরেই রাষ্ট্রায়াত্ত ও বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। স্টেট ব্যাঙ্ক খুচরো ঋণে টাকা জমার হার ৫০ বেসিস পয়েন্টপর্যন্ত বাড়িয়েছে। স্টেট ব্যাঙ্কে, ৭.৯৫ থেকে সুদের হার বেড়ে হল ৮.১৫ শতাংশ।

এর ফলে গৃহ ও বাড়ির জন্য ঋণের ক্ষেত্রে দামী হচ্ছে ইএমআই। তবে সেক্ষেত্রে কতটা সুদ বাড়বে তা স্পষ্ট করেনি এসবিআই। তবে ,যারা ব্যাংকের সুদের উপর নির্ভরশীল তাদের জন্য রয়েছে সুখবর। ১ মার্চ থেকে আিসিআইসিআি ও পিএনবির-র দেয় ঋণে সুদের হারের ন্যূনতম হার ১৫ বেসিস পয়েন্ট ছিল। তবে এইচডিএফসি-র মতো কিছু ব্য়াঙ্ক দেয় ঋণে সুদের হার ঘোষণা করবে বলে খবর।

English summary
EMIs to rise as SBI, ICICI and PNB hike lending rates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X