For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2023: পড়তে পারে রেপো রেটের প্রভাব! বাজেটের পরে EMI বৃদ্ধির আশঙ্কা

বাজেটের পরেই বাড়তে পারে রেপো রেট। যার জেরে ব্যাঙ্কের সুদ বৃদ্ধি এবং তার প্রভাব পড়তে পারে ইএমআইএ।

  • |
Google Oneindia Bengali News

পয়লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। তবে তারপরেই রেপোরেট বাড়তে পারে। রিজার্ভ ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট রেপোরেট বাড়াতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক এই রেপোরেট বৃদ্ধি করতে তা ৬.৫০ শতাংশে গিয়ে পৌঁছতে পারে। এমনটাই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। আর এই রেপোরেট বৃদ্ধির প্রভাব গিয়ে পড়তে পারে ইএমআইএ-এর ওপরে। তবে কোনও কোনও অর্থনীতিবিদ মনে করছেন, রেপোরেটে পরিবর্তন আসবে না।

আরবিআই-এর মুদ্রানীতি কমিটির বৈঠক

আরবিআই-এর মুদ্রানীতি কমিটির বৈঠক

প্রসঙ্গত বলে রাখা ভাল, আরবিআই-এর মুদ্রানীতি কমিটির বৈঠক বসবে ৬-৮ ফেব্রুয়ারি। সেখানেই রেপোরেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গত ২০২২-এর ডিসেম্বরে আরবিআই সর্বশেষ রেপোরেট বৃদ্ধি করেছিল। বৃদ্ধির পরিমাণ ছিল ৩৫ বেসিস পয়েন্ট। তারপর থেকেই বিভিন্ন ব্যাঙ্ক ইএমআই বৃদ্ধি করেছে। এছাড়াও সুদের হার বৃদ্ধি করেছে বিভিন্ন ব্যাঙ্ক। গত মে মাস থেকে আরবিআই ২.২৫ শতাংশ রেপো রেট বৃদ্ধি করেছে।

রেপো রেটের প্রভাব সুদের ওপরে

রেপো রেটের প্রভাব সুদের ওপরে

বলে রাখা ভাল আরবিআই রেপো রেট বৃদ্ধি করলে, তার প্রভাব ফিক্সড ডিপোজিটের পাশাপাশি সুদের ওপরে পড়ে। কেননা গত মে মাস থেকে যখনই আরবিআই রেপো রেট বাড়িয়েছে, তখনই সরকারি কিংবা বেসরকারি ব্যাঙ্কগুলি সামঞ্চস্যপূর্ণভাবে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। বেড়েছে ঋণ গ্রহীতাদের সুদের হারও।

রেপো রেট বৃদ্ধির প্রভাব কীভাবে ঋণ গ্রহীতাদের ওপরে

রেপো রেট বৃদ্ধির প্রভাব কীভাবে ঋণ গ্রহীতাদের ওপরে

ব্যাঙ্কগুলি সুদের হার বাড়ানোর প্রভাব পড়ে ঋণগ্রহীতাদের ওপরে। তাদের বেশি হারে ইএমআই দিতে হয়। হাউজিং ফিনান্স কোম্পানিগুলি ঋণের হার বৃদ্ধি করায় বাড়ে ইএমআই-এর পরিমাণ। সরাসরি এর প্রভাব পড়তে পারে মধ্যবিত্তদের ওপরে।

 রেপো রেটের অর্থ কী?

রেপো রেটের অর্থ কী?

রেপো রেটের অর্থ হল ব্যাঙ্ক ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে সুদের হার। আরবিআই ব্যাঙ্কগুলিকে যে ঋণ দেয়, তার সুদের হার হল রেপো রেট। রেপো রেট বৃদ্ধি হলে ব্যাঙ্কগুলি এমসিএলআর-এর ওপরে ভিত্তি করে গ্রাহকদের সুদের হার ঠিক করে। রেপো রেট এবং এবং অন্য সুদের হার বিবেচনা করে ব্যাঙ্কগুলি প্রতিমাসে এই এমসিএলআর ঠিক করে।

'মমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য' বিতর্কের অবসান করলেন অমর্ত্য সেন! শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে দিলেন বার্তা'মমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য' বিতর্কের অবসান করলেন অমর্ত্য সেন! শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে দিলেন বার্তা

English summary
EMI can be increased after Union Budget dur to possibilities in increase in Repo rate by RBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X