For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫ টাকার এমার্জেন্সি আলো বাজারে বিকোচ্ছে ১০০০ টাকায়!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

এমার্জেন্সি আলো
মুম্বই, ২৩ জানুয়ারি: ২৫ টাকার জিনিস আপনি কিনছেন অন্তত ১০০০ টাকায়! আর ভাবছেন, দারুণ একখানা কিছু কিনে আনলেন। দু'দিন পর যখন তা বিগড়ে যাচ্ছে, তখন দাঁত কিড়মিড় করা ছাড়া আর কিছু করার নেই।

নিত্যদিন এভাবে আপনাকে ঠকানো হচ্ছে। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) ধরপাকড় থেকে জানা গেল এই ঘটনা। গোয়ন্দাদের দাবি, শুধু মুম্বই নয়, কলকাতা, দিল্লি-সহ দেশের একটা বড় অংশে চলছে এই লোক ঠকানোর কারবার।

ব্যাপারটা কী?

চীন থেকে জলের দরের চেয়েও কম দামে জিনিস আমদানি করছে একদল ব্যবসায়ী। ডিআরআই জানাচ্ছে, এমপি-থ্রি প্লেয়ার চীন থেকে আনা হচ্ছে দু'টাকা দরে! অনুরূপভাবে এলইডি টর্চ আমদানি করা হচ্ছে আট টাকায়। এমার্জেন্সি আলো আমদানি করা হচ্ছে ২৫ টাকায়! একটি চার জিবি ট্যাবলেট আমদানি করতে খরচ হচ্ছে ৪০০ টাকা!

এবার আপনার থেকে কত দর হাঁকা হচ্ছে শুনে নিন। এমপি-থ্রি প্লেয়ার ২৩০ টাকা, এলইডি টর্চ ৩৫০ টাকা, এমার্জেন্সি আলো ১০০০ টাকা, চার জিবি ট্যাবলেট ৪২৯৯ টাকা!
যারা এ ধরনের সস্তার জিনিস এনে এ দেশে বিক্রি করছে, দু'দেশেই তাদের লিঙ্কম্যান থাকে। ফোনে অথবা ই-মেইল করে অর্ডার দেওয়া হয়। বেশির ভাগ জিনিস আসে চোরাপথে। অল্প কিছু জিনিস, যা সাদাভাবে আসে, তাতেও অনেক ক্ষেত্রে শুল্ক দেওয়া হয় না। এক্ষেত্রে অবশ্য শুল্ক বিভাগের একাংশ কর্মী জড়িত বলে অভিযোগ।

শুল্ক ফাঁকি দিয়ে জিনিস আমদানির অভিযোগ এনে গোয়েন্দারা মুম্বইয়ের দু'টি বাণিজ্যিক সংস্থাকে অভিযুক্ত করেছেন। ঋদ্ধি সিদ্ধি কালেকশন এবং ঐশ ইলেকট্রনিকস। এদের এজেন্টরা রয়েছে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, এলাহাবাদ, দিল্লি, হায়দরাবাদ ইত্যাদি শহরে। এই এজেন্টদের নামধাম জানার চেষ্টা করছে ডিআরআই। সংশ্লিষ্ট মহানগরের পুলিশকর্তাদের কাছে এ ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছে।

English summary
Emergency light worth Rs 25 is sold at Rs 1000 in local markets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X