For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরাখণ্ড জিততে মরিয়া কংগ্রেস, দায়িত্বে বাঘেল, তৈরি হেলিকপ্টার ও চপার

উত্তরাখন্ড জিততে মরিয়া কংগ্রেস, দায়িত্বে বাঘেল, তৈরি হেলিকপ্টার ও চপার

  • |
Google Oneindia Bengali News

উত্তরাখণ্ডে বিজেপিকেই এগিয়ে রেখেছে বুথ ফেরৎ সমীক্ষাগুলি৷ তবে বুথ ফেরৎ সমীক্ষায় এও স্পষ্ট করা হয়েছে যে উত্তরাখণ্ডে বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছে কংগ্রেস৷ এবং জয়ের সম্ভাবনা থেকে একদমই সরিয়ে দেওয়া যাচ্ছে না কংগ্রেসকে৷ আর এ বিষয়টিই নতুন করে কংগ্রেসকে আশার আলো দেখিয়েছে৷ স্বাভাবিকভাবেই উত্তরাখণ্ডে ক্ষমতায় আসতে মরিয়া কংগ্রেস রাজ্যটির দায়িত্ব সঁপেছে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে৷ এমনকি কোনও রকম ঘোড়া কেনাবেচা এড়াতে এবং কংগ্রেসের যে সব প্রার্থীরা জিতবেন তাদের সুরক্ষার জন্য হেলিকপ্টার ও চাটার্ড ফ্লাইটও তৈরি রেখেছে কংগ্রেস৷

উত্তরাখণ্ড জিততে মরিয়া কংগ্রেস, দায়িত্বে বাঘেল, তৈরি হেলিকপ্টার ও চপার

কংগ্রেস সূত্রের খবর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকেই উত্তরাখণ্ডে সরকার গড়ার ব্যাপারে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাঁকে নিশ্চিত করতে বলা হয়েছে যে উত্তরাখণ্ড নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো বিজয়ী প্রার্থী যেন বিজেপির নৌকতে ঝাঁপ না দেয়। দেশের সবচেয়ে পুরনো দলটি তাদের সকল জয়ী প্রার্থীকে নিজে নির্বাচনী এলাকা থেকে দেরাদুনে আশার নির্দেশ দিয়ে রেখেছে। বিজয়ী প্রার্থীদের অক্ষত রাখার জন্য, উত্তরাখণ্ড নির্বাচনের ফলাফলের পরই দেরাদুনে পৌঁছানোর জন্য হেলিকপ্টার পরিষেবারও আশ্বাস দিয়েছে কংগ্রেস।

ইভিএম কারচুপির অভিযোগ! তদন্তের দাবিতে মথুরায় সরব উত্তরপ্রদেশের সপা–বসপা কর্মীরাইভিএম কারচুপির অভিযোগ! তদন্তের দাবিতে মথুরায় সরব উত্তরপ্রদেশের সপা–বসপা কর্মীরা

দলের পক্ষ থেকে স্ট্যান্ড বাই একটি চার্টার্ড ফ্লাইটও রাখা হয়েছে বলে খবর। ১০ মার্চ কংগ্রেস যদি উত্তরাখণ্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে ভূপেশ বাঘেল যেন জয়ী বিধায়কদের সঙ্গে নিয়ে রায়পুরে উড়ে যান, সে রকমই নির্দেশ দেওয়া হয়েছে।

যদি উত্তরাখণ্ডে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে বিধানসভায় সরকার গঠনের জন্য নির্দল ও স্থানীয় ছোট দলগুলির প্রার্থীদের একত্রিত এবং কংগ্রেসে নিয়ে আসার চেষ্টার জন্য রাজ্যসভার সদস্য দীপিন্দর সিং হুডাকে দেরাদুনে পাঠিয়েছে কংগ্রেস। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, যিনি উত্তরাখণ্ডে কংগ্রেসের দায়িত্বে রয়েছেন, তিনি শীঘ্রই হিমালয়ের কোলের রাজ্যটিতে পৌঁছবেন বলে জানা যাচ্ছে। হুড্ডার সঙ্গে বসেই তিনি দলের পরবর্তী কৌশল ঠিক করবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, উত্তরাখণ্ডে বিজেপি ও কংগ্রেসের 'নেক টু নেক ফাইট'এর কথা বলেছে বুথ ফেরৎ সমীক্ষা। যদিও বিজেপির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে বিজেপির প্রকৃত আসন সংখ্যা এক্সিট পোলে যা অনুমান করা হয়েছে তার চেয়ে বেশি হবে এবং দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরে আসবে।

English summary
Election Results 2022 Live: Congress desperate to win Uttarakhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X