For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএমে কারচুপি! এমনই অভিযোগ তুলে দিল্লির রাস্তায় কংগ্রেস কর্মীরা, শুরু বিক্ষোভ

ইভিএমে কারচুপি! এমনই অভিযোগ তুলে দিল্লির রাস্তায় কংগ্রেস কর্মীরা, শুরু বিক্ষোভ

  • |
Google Oneindia Bengali News

আজ, বৃহস্পতিবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস দল। ইভিএম মেশিনে কারচুপি হয়েছে, এমনই অভিযোগ তুলে রাজধানীর রাস্তায় নেমেছে কংগ্রেস কর্মীরা। দিল্লিতে পার্টি অফিসের বাইরে বিক্ষোভ করছে তাঁরা। হাতে প্ল্যাকার্ড সহ পথে নামতে দেখা গেছে তাঁদের। এখন পর্যন্ত চার রাজ্যেই কিন্তু এগিয়ে বিজেপি। পঞ্জাবে এগিয়ে আপ। ধারে কাছে নেই কংগ্রেস। হারে পরেই পঞ্জাবের রাজ্য কংগ্রেসের প্রধান পদে ইস্তফা নভজ্যোত সিধুর। পঞ্জাবে হারের পর কংগ্রেসের রাজ্য দলের বৈঠক বাতিল করা হল।

নিশ্চিহ্ন কংগ্রেস

নিশ্চিহ্ন কংগ্রেস

নির্বাচন কমিশনের সরকারি তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পাঁচ রাজ্যেই কিন্তু পিছিয়ে রয়েছে কংগ্রেস। বলা যায় কার্যত নিশ্চিহ্ন কংগ্রেস।

কংগ্রেস নেতা জানান

কংগ্রেস নেতা জানান

কংগ্রেস নেতা সতেজ পাতিল জানান, 'আমরা আশা করেছিলাম আমরা জিতব। কংগ্রেসই পঞ্জাব সরকার গঠন করবে। কিন্তু আমরা প্রয়োজনীয় ভোট পায়নি। যদিও গোয়াতে কংগ্রেস ১৬-১৭ আসনে এগিয়ে আছে। আশা করছি এটা একক বৃহত্তম দল হবে। যদি পর্যাপ্ত সংখ্যা না হয় তাহলে আমরা সমর্থন চাইব'।

ভারতের নির্বাচন কমিশন জানায়

গননায় দেখা গেছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, রাজ্য কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং, সিধু, চমকুর সাহেব ও অমৃতসর পূর্ব আসন থেকে সকলেই পিছিয়ে রয়েছেন। আম আদমি পার্টির প্রার্থী চরণজিৎ সিং ৮৭৮৫ ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী ও বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সকাল ৯টা ৫০ মিনিটে চমকৌর সাহেব আসনে ৬৮৫২ ভোটে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

কোন কোন প্রার্থী পিছিয়ে রয়েছে

কোন কোন প্রার্থী পিছিয়ে রয়েছে

পিছিয়ে রয়েছেন ভাদৌর আসন থেকে চান্নি আম আদমি পার্টির প্রার্থী লাভ সিং উগো। অমৃতসর পূর্ব আসনে থেকে আম আদমি পার্টির প্রার্থী জীবন জ্যোত কৌর এগিয়ে রয়েছেন। যিনি কিন্তু একটি স্কুটার নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। ৩০৫৮ ভটে এগিয়ে আছেন। শিরোমনি আকালি দলের প্রার্থী বিক্রম সিং মাজিথিয়া ২৪৬৮ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন।

সপা থাবা বসিয়েছে কংগ্রেস-বসপার মুসলিম ও দলিত ভোটে, ভোট বাড়িয়ে জয়ী বিজেপিসপা থাবা বসিয়েছে কংগ্রেস-বসপার মুসলিম ও দলিত ভোটে, ভোট বাড়িয়ে জয়ী বিজেপি

English summary
election result the congress has alleged that the evm has been trails in all 5 states protests started in delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X