ভোটারদের যাবতীয় তথ্য এবার কেন্দ্রীয় সরকারের হাতে! তালিকা হস্তান্তর নির্বাচন কমিশনের
শনিবার, অর্থাৎ ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হবে করোনার টিকা দেওয়ার কাজ৷ প্রথম পর্যায়ের এই টিকাকরণের জন্যেই নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা চায় কেন্দ্র। কোভিড ভ্যাকসিনের গণ টিকাকরণ করার লক্ষ্যে নির্দিষ্ট বয়সের ব্যাচ বাছাইয়ের প্রক্রিয়ার লক্ষ্যে চাওয়া হয়েছে এই তথ্য। এবং নির্বাচন কমিশন কেন্দ্রের হাতে এই তথ্য তুলে দিতে সম্মত হয়েছে। যদিও কমিশনের নির্দেশ, টিটাকরণ হয়ে গেলে মুছে ফেলতে হবে যাবতীয় তথ্য।

ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক
কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে প্রথম ব্যাচের ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী, সামনের সারির করোনা যোদ্ধারা এবং যারা পঞ্চাশ উর্ধ্ব। তবে পঞ্চাশের উপর যাদের বয়স তাদের আবার বয়সের ভিত্তিতে আলাদা আলাদা গ্রুপ হবে। এই বিভাজন করার জন্যেই ভোটার তালিকার সাহায্য নিতে চাইছে কেন্দ্র। আর তাই ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

টিকাকরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এদিকে শনিবার করোনা ভাইরাসের টিকাকরণের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে৷ করোনার টিকাকরণে নজরদারি করার জন্য একটি অ্যাপও তৈরি করেছে কেন্দ্র৷ তার নাম কো-উইন৷ সেটাও ওইদিন সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী৷

সমস্ত ব্যবস্থা করে রাখা হচ্ছে
সরকারি একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ওই দিন প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বাস্থ্যকর্মীদের ভার্চুয়াল মাধ্যমে কথা বলবেন৷ তাঁদের সঙ্গেই কথা বলবেন, যাঁরা ওইদিন করোনার টিকা নেবেন৷ এর জন্য দেশের কিছু ভ্যাকসিনেশন সেন্টারকে চিহ্নিত করা হয়েছে৷ এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে৷ এই তালিকায় রয়েছে নয়াদিল্লির এইমস ও সফদরজং হাসপাতাল৷ সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের তরফে সমস্ত ব্যবস্থা করে রাখা হচ্ছে৷

৩ লক্ষ স্বাস্থ্যকর্মীর করোনার টিকা নেবেন
শনিবার সারা দেশের ২৯৩৪টি কেন্দ্রে করোনার টিকাকরণের কাজ করা হবে৷ প্রায় ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীর করোনার টিকা নেবেন৷ আপাতত কোভ্যাকসিন ও কোভিশিল্ড-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সেই মতো ১.৬৫ কোটি ভ্যাকসিন প্রথম দফার জন্য ব্যবস্থা করা হয়েছে৷ এই দফায় স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধারা টিকা পাবেন৷ এর পর কো-মর্বিডিটি আছে এমন পঞ্চাশোর্ধ ব্যক্তিরা টিকা পাবেন৷
