For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এক নেতা এক আসন', নয়া প্রস্তাবে সম্মতি দিল নির্বাচন কমিশন

একজন নেতা একটির বেশি আসনে লড়তে পারবেন না। এমনই প্রস্তাবে সম্মতি দিল জাতীয় নির্বাচন কমিশন।

  • |
Google Oneindia Bengali News

একজন নেতা একটির বেশি আসনে লড়তে পারবেন না। এমনই প্রস্তাবে সম্মতি দিল জাতীয় নির্বাচন কমিশন। অনেক সময়ে দেখা যায়, কোনও নেতাকে জিতিয়ে আনতে তৎপর দল দুটি আসনে সেই নেতাকে দাঁড় করায়। যাতে একটিতে অন্তত জিতে আসা যায়। সেই প্রথাই এবার বন্ধ করতে চলেছে কমিশন।

এক নেতা এক আসন, নয়া প্রস্তাবে সম্মতি দিল নির্বাচন কমিশন

এই নিয়ে আইনও আনতে চাইছে নির্বাচন কমিশন। যা কার্যকর হলে সাধারণ নির্বাচন থেকে শুরু করে রাজ্যস্তরের ভোট পর্যন্ত এই নিয়ম কার্যকর হবে। সুপ্রিম কোর্টে সেকথা জানানো হয়েছে।

যার ফলে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব বেশ চাপে পড়বেন বলে মনে করা হচ্ছে। বুধবার নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে '‌এক নেতা এক আসন'‌ নিয়ম চালুর প্রস্তাব পেশ করেছে। আদালতে সুপ্রিম কোর্টের সমর্থনও চেয়েছে কমিশন।

ঘটনা হল, একজন নেতা একাধিক আসনে লড়লে একটি ফাঁকা হলে পরে সেখানে ফের ভোট করতে হয়। তাতে রাজকোষের খরচ বাড়ে। এই নিয়ে মামলা হলে গতবছরে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের মত জানতে চায়।
তথ্য বলছে, লোকসভার মতো বড় নির্বাচনে সবচেয়ে বেশি এই ধরনের ঘটনা ঘটে থাকে। দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন অনেক নেতা। ২০১৪ সালে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী ও গুজরাতের ভদোদরা দুটি কেন্দ্র থেকে লড়ে দুটিতেই জেতেন। তারপরে গুজরাতের আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন হয়। এবার কমিশন নতুন সিদ্ধান্ত নিলে এমনভাবে ভোটে লড়া বন্ধ হবে।

English summary
Election Commission tells Supreme Court it supports 'one candidate, one seat'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X