For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নমো টিভি নিয়ে গেরো! কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জবাব চাইল নির্বাচন কমিশন

নির্বাচনের আগে নমো টিভি লঞ্চ নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। নমো টিভি একটি ২৪ ঘণ্টার টিভি চ্যানেল।

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনের আগে নমো টিভি লঞ্চ নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। নমো টিভি একটি ২৪ ঘণ্টার টিভি চ্যানেল। গত ৩১ মার্চ এটি পথ চলা শুরু করেছে। নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার এখানে দেখানো হবে। যা নিয়ে বিরোধীরা ইতিমধ্যে আপত্তি তুলেছে।

নমো টিভি নিয়ে কেন্দ্রের জবাব চাইল কমিশন

তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি লেখা ছাড়াও কমিশনের তরফে দূরদর্শনকে চিঠি লেখা হয়েছে। কীভাবে গত ৩১ মার্চ নরেন্দ্র মোদীর ম্যায় ভি চৌকিদার শীর্ষক জনবার্তা দেখানো হল তা জানাতে বলা হয়েছে।

নরেন্দ্র মোদীর নামে তৈরি এই টিভিতে লোগো হিসাবে তাঁর ছবিই ব্যবহার করা হয়েছে। শুধু মোদীর প্রচার লাইভ দেখানোই নয়, বিভিন্ন বক্তব্যকে মিশিয়ে লোকসভা ভোটের আগে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

[আরও পড়ুন: দুর্বল সংগঠন, নেতৃত্ব নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করতে কংগ্রেসের হাতে পেন্সিল ওই আদর্শের লড়াই ][আরও পড়ুন: দুর্বল সংগঠন, নেতৃত্ব নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করতে কংগ্রেসের হাতে পেন্সিল ওই আদর্শের লড়াই ]

কংগ্রেস ও আম আদমি পার্টি নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ জানায়। আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের চেষ্টা করা হয়েছে বলেও জানানো হয়।

কমিশনের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক উত্তরে জানিয়েছে, নমো টিভই কোনও লাইসেন্স চ্যানেল।

[আরও পড়ুন: গুরুংরা কি নামতে পারবেন ভোট প্রচারে, ৪ দিনের মধ্যে হাইকোর্টে হবে ফয়সালা, নির্দেশ সুপ্রিম কোর্টের][আরও পড়ুন: গুরুংরা কি নামতে পারবেন ভোট প্রচারে, ৪ দিনের মধ্যে হাইকোর্টে হবে ফয়সালা, নির্দেশ সুপ্রিম কোর্টের]

English summary
Election Commission seeks response from I&B ministry over launch of NaMo TV
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X