For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের সঙ্গেই হতে চলেছে সাতটি রাজ্যের বিধানসভা নির্বাচন

আগামী বছরের লোকসভা নির্বাচনের সঙ্গে একইসঙ্গে সাত রাজ্যের বিধানসভা ভোট হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

আগামী বছরের লোকসভা নির্বাচনের সঙ্গে একইসঙ্গে সাত রাজ্যের বিধানসভা ভোট হতে চলেছে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচলপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানায় একসঙ্গে লোকসভার সময়েই ভোট করিয়ে নিতে পারে নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচলপ্রদেশে বিধানসভার মেয়াদ ২০১৯ সালের জুন মাসের মধ্যে শেষ হচ্ছে। তার আগে ভোট করিয়ে নিতে হবে।

একসঙ্গে ভোট

একসঙ্গে ভোট

কমিশন সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে চারটি রাজ্যের বিধানসভার মেয়াদ মে-জুনে শেষ হবে। ফলে লোকসভার পাশাপাশি বা তার আগে সেখানে ভোট হবে। এছাড়া সম্ভাবনা রয়েছে লোকসভা নির্বাচনের সময়ই জম্মু ও কাশ্মীরের ভোট করিয়ে নেওয়ার।

সাত রাজ্যে ভোট

সাত রাজ্যে ভোট

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচলপ্রদেশে ভোট নির্ধারিত সময়ে হবে। তবে মহারাষ্ট্র, হরিয়ানায় নির্বাচন সামান্য এগিয়ে আনা হতে পারে। এছাড়া কাশ্মীরেও ছয় মাসের মধ্যে নির্বাচন করতে হবে। ফলে লোকসভার আগেই তা সেরে ফেলা হতে পারে।

লোকসভা ভোট মাথায়

লোকসভা ভোট মাথায়

আবার অনেকে বলছেন, হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচন লোকসভার সঙ্গে সেরে ফেলা হলে ২০১৯ সালের আর কোনও রাজ্যের নির্বাচন বাকী থাকবে না। ফলে লোকসভা নির্বাচনের পরও এই দুই রাজ্যে বিধানসভা ভোট করানো হতে পারে।

কেন রাজ্যে করে শেষ মেয়াদ

কেন রাজ্যে করে শেষ মেয়াদ

জম্মু ও কাশ্মীরের বিধানসভার মেয়াদ ছয় বছর। আসলে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। বাকী সব রাজ্যে পাঁচ বছরের মেয়াদ। অন্ধ্রে যেমন ১৮ জুন, ওড়িশায় ১১ জুন, অরুণাচলে ১ জুন, সিকিমে ২৭ মে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার মধ্যে ভোট করিয়ে ফেলতে হবে।

[আরও পড়ুন: সোহরাবউদ্দিন এনকাউন্টার যে ভুয়ো ছিল তা স্বীকার করে নিল সিবিআই][আরও পড়ুন: সোহরাবউদ্দিন এনকাউন্টার যে ভুয়ো ছিল তা স্বীকার করে নিল সিবিআই]

English summary
Election Commission may conduct polls for 7 Assemblies along with Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X