For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর মাত্র মাস দেড়েক, লোকসভার নির্ঘণ্ট ঘোষণার! একইসঙ্গে পাঁচ রাজ্যের নির্বাচনও

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এখন স্রেফ আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। কবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে, তার আভাস মিলল শুক্রবার।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এখন স্রেফ আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। কবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে, তার আভাস মিলল শুক্রবার। সংবাদসংস্থা সূত্রে খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহেই হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা। একই সঙ্গে হাতে পারেন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনও।

আর মাত্র মাস দেড়েক, লোকসভার নির্ঘণ্ট ঘোষণার! একইসঙ্গে পাঁচ রাজ্যের নির্বাচনও

এবার লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন। তার আগেই লোকসভা নির্বাচন সেরে ফেলতে হবে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ শুরু করে দিয়েছে। কবে নির্ঘণ্ট প্রকাশ করা হবে, কটি পর্যায়ে ভোট হবে, কোন রাজ্যের ভোট কবে, তা নিয়ে কাটা-ছেঁড়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন আভাস দিয়েছে, মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সবকিছু।

[আরও পড়ুন: কলকাতার বুকে জাতীয় রাজনীতির মেগা শো! কেমন হল প্রস্তুতি, খুঁটিনাটি একনজরে ][আরও পড়ুন: কলকাতার বুকে জাতীয় রাজনীতির মেগা শো! কেমন হল প্রস্তুতি, খুঁটিনাটি একনজরে ]

২০১৪ সালে মোট ৯ দফায় ভোট হয়েছিল। তার আগে ২০০৯-এ ভোট হয়েছিল পাঁচ দফায়। আর ২০০৪-এ ভোট হয়েছিল চার দফায়। এবার ক-দফায় ভোট হয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সংবাদসংস্থা সূত্রে খবর, এবার ৬ থেকে ৭ দফায় ভোট হতে পারে।

[আরও পড়ুন:দিলীপ ঘোষ এইট পাস নাকি পলিটেকনিক পাস! সেই বিতর্কে স্বস্তি দিল হাইকোর্ট][আরও পড়ুন:দিলীপ ঘোষ এইট পাস নাকি পলিটেকনিক পাস! সেই বিতর্কে স্বস্তি দিল হাইকোর্ট]

একইসঙ্গে আভাস মিলেছে, লোকসভা ভোটের সঙ্গেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হতে পারে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশের সঙ্গে জম্মু-কাশ্মীরেরও বিধানসভা নির্বাচন হতে পারে। গত নভেম্বরে জম্মু-কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল। তারপর ছ-মাসের মধ্যে ভোট করতে হয়। সেই হিসেবেই একসঙ্গে ভোট হওয়ার সম্ভাবনাই প্রবল।

[আরও পড়ুন:কোন পথে গিয়ে মিছিল মিশবে ব্রিগেডে! জেনে নিন খুঁটিনাটি ][আরও পড়ুন:কোন পথে গিয়ে মিছিল মিশবে ব্রিগেডে! জেনে নিন খুঁটিনাটি ]

English summary
Election Commission may announce scheduled of Lok Sabha Election 2019. The possibility of 5 states assembly election to be same time,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X