For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের ফল জানতে এবার বিস্তর দেরি! নির্বাচন কমিশন জানাল কারণ

এবার লোকসভা ভোটের ফল বেরোতে দেরি হবে বলে জানিয়ে দিলেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার সন্দীপ জৈন। তাঁর দাবি, এবার ভিভিপ্যাটের জন্য কম করে ৪ ঘণ্টা দেরি হতে পারে ফল প্রকাশে।

Google Oneindia Bengali News

এবার লোকসভা ভোটের ফল বেরোতে দেরি হবে বলে জানিয়ে দিলেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার সন্দীপ জৈন। তাঁর দাবি, এবার ভিভিপ্যাটের জন্য কম করে ৪ ঘণ্টা দেরি হতে পারে ফল প্রকাশে। পরিস্থিতি যা, তাতে ২০১৯ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল জানতে ২৩ মে সন্ধ্যা গড়িয়ে যেতে পারে।

লোকসভা ভোটের ফল জানতে এবার বিস্তর দেরি! নির্বাচন কমিশন জানাল কারণ

ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার বলেন, চূড়ান্ত ফল জানতে ২৩ মে সন্ধ্যা বা পরদিন সকাল হয়ে যেতে পারে। তাঁর সাফ যুক্তি, ইভিএম নিয়ে কোন প্রশ্নই থাকতে পারে না। ইভিএম একেবারে সঠিক। ইভিএম কোনও ভুল তথ্য রেকর্ড করতে পারে না।
আর ফল প্রকাশে দেরি প্রসঙ্গে তিনি বলেন, ২৩ মে ফলপ্রকাশে দেরি হওয়ার কারণ আরও চারটি ভিভিপ্যাট যোগ করা হয়েছে।

সেক্ষেত্রে ভোটের ফল পেতে সন্ধ্যা বা পরের দিন সকাল হতে যেতে পারে। এদিকে এদিন ভিভিপ্যাট মামলার শুনানিতে ২১টি রাজনৈতিক দলের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালতে।

২১টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল অন্তত ৫০ শতাংশ বুথে ভিভিপ্যাট স্লিপ পরীক্ষা করা হোক। এদিন সুপ্রিম কোর্টে শুনানিতে অন্তত ২৫ শতাংশ বুথে ভিভিপ্যাট স্লিপ পরীক্ষার আবেদন জানানো হয়।

English summary
Election Commission informs result out would be late for VVPAT. Deputy chief Election Commissioner Sudip Jain informs that,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X