For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের অভিযোগ! ধাক্কা খেল মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সরকারের ৯৫ লক্ষ শাড়ি বিলির ওপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। শাড়ি বিলি নিয়ে একদিন আগেই তেলেঙ্গানা সরকারের আবেদনে অনুমতি দিয়েছিল কমিশন।

  • |
Google Oneindia Bengali News

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সরকারের ৯৫ লক্ষ শাড়ি বিলির ওপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। শাড়ি বিলি নিয়ে একদিন আগেই তেলেঙ্গানা সরকারের আবেদনে অনুমতি দিয়েছিল কমিশন। কিন্তু এই প্রকল্প নিয়ে অভিযোগ ওঠায় সিদ্ধান্ত বদল করে কমিশন। কংগ্রেসের অভিযোগের জেরেই এই সিদ্ধান্ত বদল বলে জানা গিয়েছে।

কংগ্রেসের অভিযোগ! ধাক্কা খেল মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প

দশেরা-নবরাত্রির সময়ে তেলেঙ্গানায় বাথুকাম্মা নামে লোক উৎসব পালিত হয়। সেই উৎসব উপলক্ষে রাজ্যের গরিব মহিলাদের শাড়ি বিলির প্রকল্প নিয়েছিল তেলেঙ্গানা সরকার। তেলেঙ্গানার মুখ্য নির্বাচনী আধিকারিক রজত কুমার রাজ্য সরকারের আবেদন মঞ্জুরও করেছিলেন। যদিও পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় ১২ অক্টোবরের বাথুকাম্মা উৎসব উপলক্ষে সরকারের শাড়ি বিলিতে অনুমতি দেওয়া হচ্ছে না।

২০১৭-র সেপ্টেম্বর বাথুকাম্মা শাড়ি স্কিম চালু করা হয়েছিল। প্রায় ৯৬ লক্ষ গরিব মহিলাকে ২২০ কোটি টাকা খরচ করে উৎসবের সময়ে উপহার দেওয়া হয়েছিল গত বছরেও।
এবছর সরকার ২৮০ কোটি টাকা খরচ করে সিরসিলা পাওয়ারলুম ক্লাস্টারকে শাড়ির জন্য বরাত দিয়েছিল। কিন্তু এবছরে সরকারের বিরুদ্ধে মহিলা ভোটারদের অপ্রভাবিক করার অভিযোগ ওঠে।

কংগ্রেসের অভিযোগ! ধাক্কা খেল মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প

তেলেঙ্গানা সরকারকে শাড়ি বিলির অনুমতি দেওয়ার পরেই রাজ্য কংগ্রেসের নির্বাচনী কমিটির প্রধান মারি শশীধর রেড্ডি প্রকল্পটি নিয়ে অভিযোগ দায়ের করেন নির্বাচন কমিশনে। অভিযোগে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী এবং তাঁর ক্যাবিনেটের সদস্যরা বাথুকাম্মা শাড়ি প্রকল্প নিয়ে প্রচার চালাচ্ছেন।

এদিকে, টিআরএস-এর তরফে সাংসদ বি বিনোদ কুমার জানিয়েছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। বিষয়টি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ করেছেন তিনি।

English summary
Election Commission hits pause on KCR’s 95 lakh saree distribution scheme in Telengana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X