For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের একমাত্র কেন্দ্র, যেখানে লোকসভা ভোট হবে ব্যালটে! কারণ জানলে আশ্চর্য হবেন

এবার লোকসভায় দেশের সমস্ত কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে এই একটি মাত্র কেন্দ্র ছাড়া। তেলেঙ্গানার নিজামাবাদের এক কেন্দ্রে ভোট হবে ব্যালট পেপারে।

Google Oneindia Bengali News

এবার লোকসভায় দেশের সমস্ত কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে এই একটি মাত্র কেন্দ্র ছাড়া। তেলেঙ্গানার নিজামাবাদের এক কেন্দ্রে ভোট হবে ব্যালট পেপারে। এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। অর্থাৎ সপ্তদশ লোকসভা নির্বাচনে শত চেষ্টা করেও ব্যালট পেপার-মুক্ত ভোট করা সম্ভব হল না।

দেশের একমাত্র কেন্দ্র, যেখানে লোকসভার ভোট হবে ব্যালটে

কিন্তু কী কারণ, যার জন্য ইভিএম ছেড়ে একমাত্র কেন্দ্রে ভোট করতে হচ্ছে ব্যালট পেপারে। উত্তর জানতে একবার চোখ রাখতে হবে তেলেঙ্গানার নিজামবাদ কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে এবার লড়াই হচ্ছে ১৮৫ জন প্রার্থীর। আরও আশ্চর্যের যে, এই কেন্দ্রের প্রার্থীদের মধ্যে ১৭৮ জনই কৃষক।

বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। ওইদিন কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। স্ক্রুটনিতে দেখা যায় সবার মনোনয়নই বৈধ। এই অবস্থায় এত সংখ্যক প্রার্থীর জন্য ভোটগ্রহণ কীভাবে সম্ভব ইভিএমে! নির্বাচন কমিশন তাই এই কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিল।

নির্বাচন কমিশনের যুক্তি, একটা ইভিএমে ৬৪ জনের বেশি প্রার্থীকে স্থান দেওয়া যায় না। এখানে প্রার্থী ১৮৫ জন। তাই ব্যালট পেপার ছাপিয়েই ভোটের ব্যবস্থা করতে হবে। সেই কারণেই ফের ব্যালট পেপার ফিরছে ভোটে। পরিস্থিতির চাপেই ইভিএম ছেড়ে ব্যালট পেপারের স্মরণ নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে।

এই নিজামাবাদ কেন্দ্রে মূল লড়াই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা বনাম কংগ্রেস প্রার্থী মধু গৌড়ের। অবশ্য তাঁরা কেউ নন, এই কেন্দ্রের অন্য মাত্র এনে দিয়েছেন রাজ্যের কৃষকরা। তাঁরাই এবার নেমে পড়েছেন ভোট-ময়দানে। দলে দলে প্রার্থী হয়েছেন লোকসভায়।

English summary
Election Commission decides to vote over ballot paper instead of EVM. Now in Telangana’s one seat the vote will be held on ballot paper due to over 185 candidates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X