For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আজই! ক’দফায়, কোন রাজ্যে কবে ভোট জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে আজ, রবিবারই। নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসেছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, এদিন বিকেল পাঁচটায় তাঁরা সাংবাদিক সম্মেলন করবে।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে আজ, রবিবারই। নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসেছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, এদিন বিকেল পাঁচটায় তাঁরা সাংবাদিক সম্মেলন করবে। তার জেরেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে জল্পনাও।

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আজই! ক’দফায়, কোন রাজ্যে কবে ভোট জল্পনা তুঙ্গে

১১ মার্চ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার কথা ছিল। কিন্তু রবিবার বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে। ফলে একদিন আগেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে কমিশন সূত্রে। গোটা দেশ এখন এই বৈঠকের দিকে তাকিয়ে।

[আরও পড়ুন: লোকসভায় শিকে ছিঁড়বে কার ভাগ্যে! কত আসন পাবে বিজেপি বা কংগ্রেস, সমীক্ষা][আরও পড়ুন: লোকসভায় শিকে ছিঁড়বে কার ভাগ্যে! কত আসন পাবে বিজেপি বা কংগ্রেস, সমীক্ষা]

সব ঠিকঠাক চললে এদিন বিকেলেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে। উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভার দিন ঘোষণা হয়েছিল ৫ মার্চ। সেই নিরিখে এবার ইতিমধ্যেই পাঁচদিন বিলম্ব হয়ে গিয়েছে। যদিও নির্বাচন কমিশম মনে করছে, তাঁদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে। লোকসভা নির্বাচন কত দফায় হয়, কোন রাজ্যে কবে ভোট হয়, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী।

[আরও পড়ুন:লোকসভায় বিজেপির প্রার্থী হবেন অধীর-দীপা! মুকুলের 'নেক্সট টার্গেট'-এ জল্পনা তুঙ্গে][আরও পড়ুন:লোকসভায় বিজেপির প্রার্থী হবেন অধীর-দীপা! মুকুলের 'নেক্সট টার্গেট'-এ জল্পনা তুঙ্গে]

এদিন একইসঙ্গে পাঁচটি রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। নির্বাচন কমিশন তা নিয়ে বৈঠকে ব্যস্ত। জম্মু-কাশ্মীরেরও ভোট একইসঙ্গে হওয়ার কথা। ভূ-স্বর্গের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে। এ রাজ্যে বর্তমানে নির্বাচন করার মতো পরিস্থিতি রয়েছে কি না, খতিয়ে দেখেই দিন ঘোষণা হবে।

[আরও পড়ুন: সেনাবাহিনীর ছবি ও সাফল্য ভোট প্রচারে নয়, লোকসভার আগে কড়া নির্বাচন কমিশন ][আরও পড়ুন: সেনাবাহিনীর ছবি ও সাফল্য ভোট প্রচারে নয়, লোকসভার আগে কড়া নির্বাচন কমিশন ]

English summary
Election Commission can announce Lok Sabha Election date. EC seats on emergency meeting,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X