For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ও সিপিএমে বিরাট ধাক্কা, হেভিওয়েট নেতাদের বিজেপিতে যোগ ত্রিপুরা নির্বাচনের মুখে

দিল্লিতে দুই বিরোধী দলের দুই হেভিওয়েট নেতাকে যোগদান করিয়ে ওস্তাদের মার দিল বিজেপি।

Google Oneindia Bengali News

ত্রিপুরা নির্বাচনের মুখে বিরাট ধাক্কা খেলে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান যোগ দিলেন বিজেপিতে। শুধু তৃণমূলকেই নয়, বিজেপি বিরাট ধাক্কা দিল সিপিএমকেও। সিপিএমের মোবাসর আলিও যোগ দিলেন বিজেপিতে। মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে তাঁদের য়োগদান হয় দিল্লিতে। দিল্লিতে দুই বিরোধী দলের দুই হেভিওয়েট নেতাকে যোগদান করিয়ে ওস্তাদের মার দিল বিজেপি।

তৃণমূল ও সিপিএমে বিরাট ধাক্কা, হেভিওয়েট নেতাদের বিজেপিতে যোগ

ত্রিপুরায় নির্বাচনের আগে সমস্ত দলই ঘর গুছোতে চাইছে। দলের শক্তি বাড়াতে এক দলের হেভিওয়েটকে নিজেদের শিবিরে এনে মানুষকে বোঝাতে চাইছে তাঁদেরই পাল্লাভারী। শুক্রবার তৃণমূলের ত্রিপুরা ইউনিটের প্রাক্তন সভাপতি সুবল ভৌমিককে দিল্লি নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করানো হল।

তখনও ত্রিপুরা নির্বাচন ঘোষণা হয়নি। তৃণমূল সবে ত্রিপুরায় ইউনিট খুলে রাজ্য কমিটি গঠন করেছে। কিছুদিনের মধ্যেই সেই ইউনিটের রাজ্য সভাপতি সুবল ভৌমিককে অপসারিত করা হয়। অভিযোগ, বিজেপির দিকে ঝুঁকেছিলেন তিনি। তাই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তৃণমূলের সভাপতির পদ থেকে।

তারপর অবশ্য তিনি বিজেপিতে যোগ দেননি। ফের তিনি তৃণমূলে সক্রিয় হতে শুরু করেন। কিন্তু পদ ফিরে পাননি তৃণমূলে। বিশ্বাস টলে যাওয়ার পর তাঁকে আর অন্য পদও দেওয়া হয়নি। এরই মধ্যে ত্রিপুরা তৃণমূলের সভাপতি হয়ে আসেন পীযুষকান্তি বিশ্বাস। তাঁর হাতে তৃণমূলের দায়িত্ব যাওয়ার পর সুবল ভৌমিক আরও কোণঠাসা হয়ে পড়েন।

এরই মধ্যে ত্রিপুরায় ভোট ঘোষণা হয়েছে। ভোট ঘোষণা হতেই সুবল ভৌমিক বিজেপির দিকে ঢলে পড়লেন। মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে তিনি যোগ দিলেন বিজেপিতে। প্রাক্তন কংগ্রেসি এই নেতা আগেও বিজেপিতে গিয়েছিেলন। তারপর ফিরেছিলেন কংগ্রেসেয। কংগ্রেস থেকে তৃণমূল হয়ে আবার তিনি গেলেন বিজেপিতে।

ত্রিপুরায় বিজেপি শাসনের অবসান ঘটানোর পরিকল্পনা করে তৃণমূল এ রাজ্যে পা রেখেছিল। কিন্তু বিজেপিকে ভাঙা দূর-অস্ত তারা কংগ্রেসকে ভেঙে আদতে বিজেপিরই সুবিধা করে দিচ্ছে বলে অভিযোগ ছিল। এবার তাঁদের ঘরেই সরাসরি সিঁদ কাটল বিজেপি। যার ফলে তাদের প্রাক্তন রাজ্য সভাপতিই যোগ দিতে হল বিজেপিতে।

এর আগে ২০১৮ সালেও তৃণমূলের স্বপ্ন ত্রিপুরায় চুরমার হয়ে গিয়েছিল প্রায় গোটা ইউনিটই বিজেপিতে যোগ দেওয়ায়। রাজনৈতিক মহলের অভিমত, ২০২৩-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার একইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তা কোনওরকমে রুখতে সমর্থ হয় তৃণমূল। এদিন সুবল ভৌমিকের বিজেপিতে যোগে নিশ্চিত হয়ে গেল তৃণমূলের আশঙ্কাই সত্যি হল। এদিন আবার সিপিএমের সংখ্যালঘু নেতা মোবাশর আলিও যোগ দেন বিজেপিতে। ফলে দুই বিরোধী দলকেই ধাক্কা দিল তৃণমূল।

English summary
TMC and CPM are in great trouble before Tripura Assembly Election due to big broken in Party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X