For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিসেম্বরে ২ দফায় গুজরাতে বিধানসভা নির্বাচন! সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

অবশেষে গুজরাতে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ২ দফায় ১ ও ৫ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। ভোটগণনা করা হবে ৮ ডিসেম্বর। ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হবে ১০ ডিসেম্বর। প্রসঙ্গত গুজরাত বিধানসভার মেয়াদ শেষ

  • |
Google Oneindia Bengali News

অবশেষে গুজরাতে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ২ দফায় ১ ও ৫ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। ভোটগণনা করা হবে ৮ ডিসেম্বর। ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হবে ১০ ডিসেম্বর। প্রসঙ্গত গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৩-এর ২৮ ফেব্রুয়ারি।

 ২ দফায় ভোট গুজরাতে

২ দফায় ভোট গুজরাতে

২ দফায় ১ ও ৫ ডিসেম্বর গুজরাত বিধানসভার ভোটগ্রহণ। প্রথম পর্যায়ের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ৫ নভেম্বর। দ্বিতীয় পর্যায়ের জন্য ১০ ডিসেম্বর। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ভোটের জন্য মনোনয়ন জমার শেষ দিন হল ১৪ ও ১৭ নভেম্বর। দুটি পর্যায়ের মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে যথাক্রমে ১৫ ও ১৮ নভেম্বর। দুটি দফায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যথাক্রমে ১৭ ও ২১ নভেম্বর।

এবারের নির্বাচনে কমিশনের বিশেষ উদ্যোগ

১৪২ টি মডেল ভোটদান কেন্দ্র করা হচ্ছে। ৫১৭৪২ টি ভোটদান কেন্দ্র থাকছে। এর মধ্যে ১২৭৪ টি থাকবে মহিলা পরিচালিত।

 বাজপেয়ী জমানায় রীতি ভাঙে

বাজপেয়ী জমানায় রীতি ভাঙে

১৯৯৮ সাল থেকে বেশিভাগ সময়ে হিমাচল প্রদেশের সঙ্গে গুজরাতের নির্বাচন হয়ে এসেছে। ১৯৯৮ সালের পরে ২০০৭, ২০১২-তে হিমাচল প্রদেশের পাশাপাশি একইসঙ্গে গুজরাতের নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২০০২-০৩ সালে ব্যতিক্রম ছিল। এবার ১৪ অক্টোবর হিমাচলে নির্বাচনের দিন ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার এব্যাপারে ব্যতিক্রমের উদাহরণ দিয়েছিলেন।

গুজরাতে গতবারের ফলাফল

গুজরাতে গতবারের ফলাফল

গুজরাত বিধানসভায় আসন সংখ্যা ১৮২। ২০১৭-র নির্বাচনে বিজেপি এর মধ্যে ৯৯ টি আসন দখল করে। কংগ্রেস পেয়েছিল ৭৭ টি আসন। ২০১২ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১১৫ টি আসন, কংগ্রেস পেয়েছিল ৬১ টি আসন। অন্যরা পায় ৬ টি আসন। গুজরাতে ১৮২ টি আসনের মধ্যে ১৩ টি তফশিলি জাতি এবং ২৭ টি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। বিজেপি গুজরাতে প্রায় ২৫ বছরের মতো ক্ষমতায় রয়েছে। এবারও তারা ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা তার জন্য অপেক্ষা ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত।

গুজরাত-হিমাচলে ভোটের আগে কৃষক 'বন্ধু'! সারে ভর্তুকি প্রায় দ্বিগুণ বাড়াল মোদী সরকারগুজরাত-হিমাচলে ভোটের আগে কৃষক 'বন্ধু'! সারে ভর্তুকি প্রায় দ্বিগুণ বাড়াল মোদী সরকার

English summary
Election Commission announces assembly election dates and schedule of Gujarat election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X