For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে নির্বাচন৭ দফায়, মণিপুর ২ দফায়, বাকি ৩ রাজ্যে ১ দফায়, পাঁচ রাজ্যের ভোটগণনা ১১ মার্চ

আজ, বুধবার, দেশের পাঁচ রাজ্য - উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মণিপুর, গোয়া এবং উত্তরাখণ্ডের নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : আজ, বুধবার, দেশের পাঁচ রাজ্য - উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মণিপুর, গোয়া এবং উত্তরাখণ্ডের নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার নসিম জাইদি।

গোয়া, মণিপুর এবং পাঞ্জাবের বিধানসভার মেয়াদ আগামী ১৮ মার্চ শেষ হতে চলেছে। উত্তরাখণ্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ জানুয়ারি। উত্তরপ্রদেশের মেয়াদ শেষ হওয়ার দিন ২৭ মে।

উত্তরপ্রদেশে নির্বাচন৭ দফায়, মণিপুর ২ দফায়, বাকি ৩ রাজ্যে ১ দফায়, পাঁচ রাজ্যের ভোটগণনা ১১ মার্চ

ফলে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। গোয়ার ৪০ টি ,মণিপুরের ৬০টি , পাঞ্জাবের ১১৭টি , উত্তরাখণ্ডের ৭০টি এবং উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হওয়ার কথা। আজ, নির্বাচন কমিশনের নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই নির্বাচনের সাধারণ আচরণবিধি জারি হয়ে যাবে।

নসিম জাইদির সাংবাদিক বৈঠকের আপডেট

  • একইসঙ্গে পাঁচরাজ্যেক নির্বাচনেক ভোট গণনা হবে। ১১ মার্চ।
  • মণিপুরের নির্বাচন হবে দু দফায়। প্রথম দফার নির্বাচন : ৪ মার্চ, দ্বিতীয় দফার নির্বাচন : ৮ মার্চ
  • উত্তরপ্রদেশ : ৭ দফায় নির্বাচন সম্পন্ন হবে। প্রথম দফা নির্বাচন : ১১ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফার নির্বাচন : ১৫ ফেব্রুয়ারি, তৃতীয় দফার নির্বাচন: ১৯ ফেব্রুয়ারি , চতুর্থ দফা নির্বাচন: ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফার নির্বাচন : ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফার নির্বাচন :৪ মার্চ, সপ্তম দফার নির্বাচন : ৮ মার্চ
  • উত্তরাখণ্ড: এই রাজ্যে ১ দফায় ভোটগ্রহণ হবে। ১৫ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।
  • পাঞ্জাব : পাঞ্জাবেও ১ দফায় ভোটগ্রহণ। গোয়ার সঙ্গে ৪ ফেব্রুয়ারি পাঞ্জাবেরও ভোট।
  • গোয়া : প্রজ্ঞাপনের তারিখ ১১ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ জানুয়ারি, নির্বাচন হবে ৪ ফেব্রুয়ারি
  • পাঁচ রাজ্যেই একসঙ্গে নির্বাচব হবে।
  • ২০,০০০ টাকার বেশি খরচ হলেই ব্যাঙ্কের কাছ থেকে বের করা হবে, এবং তা পুংখানুপুংখ্য তদন্ত করা হবে।
  • কালো টাকা নিয়ন্ত্রণে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের উপর কড়া নজর রাথবে কমিশন।
  • উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডের প্রার্থীদের ব্যয়সীমা ২৮ লক্ষ টাকা করে, আর মণিপুর ও গোয়ার প্রার্থীদের জন্য তা ২০ লক্ষ টাকা।
  • ভোটারদের সহযোগিতার জন্য অ্যাসিস্টেন্ট বুথ থাকছে। নির্বাচন কমিশনের কর্মীরা এর দায়িত্বে থাকবে।
  • ১.৮৫ লক্ষ পোল বুথ থাকছে পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য।
  • প্রায় ১৬০ মিলিয়ন ভোটার এই পাঁচ রাজ্যের নির্বাচনে অংশ নেবে।
English summary
Election Commission to announce poll dates for UP, Punjab, Goa, Manipur and Uttarakhand today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X