For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতালের নিরাপত্তারক্ষী দিল ভুল ইনজেকশন, ঝাড়খণ্ডে প্রাণ গেল বৃদ্ধার

ঝাড়খণ্ডের রাঁচিতে রাজেন্দ্রপ্রসাদ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে এক নিরাপত্তারক্ষীর হাতে ইনজেকশন দেওয়ায় প্রাণ গেল এক বৃদ্ধার।

  • |
Google Oneindia Bengali News

ঝাড়খণ্ডের রাঁচিতে রাজেন্দ্রপ্রসাদ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে এক নিরাপত্তারক্ষীর হাতে ইনজেকশন দেওয়ায় প্রাণ গেল এক বৃদ্ধার। এত বড় সরকারি হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থায় চারিদিকে সমালোচনার ঝড় বইছে। মহিলার নাম কমলা দেবী, বয়স ৭০ বছর বলে জানা গিয়েছে।

হাসপাতালের নিরাপত্তারক্ষী দিল ভুল ইনজেকশন, ঝাড়খণ্ডে প্রাণ গেল বৃদ্ধার

ভুল ওষুধ নিরাপত্তারক্ষী ইনজেকশনের মধ্যে দিয়ে দেওয়াতেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কমলা দেবী জ্বর ও ডায়বেটিসের সমস্যা নিয়ে গত সপ্তাহের মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের দাবি, হাসপাতালের গার্ড প্রবীণ ওঝা, গত ২দিন ধরে কমলা দেবীকে ইনজেকশন দিচ্ছিলেন। বারবার বলার পরও কর্তৃপক্ষ কথা শোনেনি। ভুল ইনজেকশন দেওয়ায় শেষ অবধি কমলা দেবীর মৃত্যু হয়।

[আরও পড়ুন:মাত্র ৭ ঘণ্টায় ধর্ষণ মামলার রায় দিলেন বিচারক, হইচই মধ্যপ্রদেশে ][আরও পড়ুন:মাত্র ৭ ঘণ্টায় ধর্ষণ মামলার রায় দিলেন বিচারক, হইচই মধ্যপ্রদেশে ]

ঘটনার পরই অভিযোগ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশ ফিরেছে। অভিযুক্ত গার্ডকে বরখাস্ত করা হয়েছে। চার সদস্যের কমিটি করে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তার ভিত্তিতেই হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

[আরও পড়ুন:দুমাসে শেষ বিচার প্রক্রিয়া, নাবালিকা ধর্ষণে মৃত্যুদন্ড হল দুই ব্যক্তির][আরও পড়ুন:দুমাসে শেষ বিচার প্রক্রিয়া, নাবালিকা ধর্ষণে মৃত্যুদন্ড হল দুই ব্যক্তির]

সেই ওয়ার্ডের ইনচার্জ লতা কুমারীকেও শো-কজ করা হয়েছে। ঘটনার পর কমল দেবীর পরিজনরা হাসপাতালে তাণ্ডব চালান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনও এফআই করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

[আরও পড়ুন:পানশালায় পুলিশি হানা, উদ্ধার হল ৫৫ তরুণী, গ্রেফতার ১১ ][আরও পড়ুন:পানশালায় পুলিশি হানা, উদ্ধার হল ৫৫ তরুণী, গ্রেফতার ১১ ]

English summary
Elderly woman dies at Jharkhand hospital as security guard gives her wrong injection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X