For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৬ জন বিধায়কের সমর্থনে বিজেপির সঙ্গেই হাত মেলাবেন বিদ্রোহী শিন্ডে? দিলেন জবাব

মহারাষ্ট্রজুড়ে চরম নাটক! প্রতি মুহূর্তে সে রাজ্যে বদলাচ্ছে রাজনৈতিক ছবিটা। কেউ বলছেন আজই নাকি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন ঠাকরে। যদিও মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যা হওয়ার দ

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রজুড়ে চরম নাটক! প্রতি মুহূর্তে সে রাজ্যে বদলাচ্ছে রাজনৈতিক ছবিটা। কেউ বলছেন আজই নাকি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন ঠাকরে। যদিও মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যা হওয়ার দেখা যাবে। শুধু তাই নয়, সমস্ত বিধায়কদের বাসভবনে উপস্থিত থাকারও নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন সেনা সুপ্রিমো।

বিধায়কের সমর্থনে বিজেপির সঙ্গেই হাত মেলাবেন বিদ্রোহী শিন্ডে?

কার্যত বলা চলে বিকেল পাঁচটার মধ্যে বিধায়কদের উপস্থিত থাকার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। না হলে কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আর এই বিতর্কের মধ্যেই পালটা বার্তা বিদ্রোহী শিন্ডের! সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে একনাথ শিন্ডে বলেন, এই মুহূর্তে আমার সঙ্গে ৪৬ জন বিধায়কের শক্তি আছে। বলে রাখা প্রয়োজন, সকালে অসম পৌঁছেই শিন্ডে জানান, তাঁর সঙ্গে ৪০ জন বিধায়কের সমর্থন রয়েছে। যা মহারাষ্ট্র সরকার ফেলে দেওয়ার জন্যে যথেষ্ট বলে দাবি রাজনৈতিকমহলের।

আর এই বিতর্কের মধ্যেই শিন্ডের বার্তা, তাঁর কাছে ৪৬ জন বিধায়কের সমর্থন রয়েছে। যার মধ্যে ছয় থেকে সাতজনের নির্দল বিধায়ক রয়েছে বলেও দাবি করেছেন তিনি। বাকিরা সবাই সেনা বিধায়ক বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিদ্রোহী এই বিধায়ক। তবে তাঁর এহেন কার্যকলাপ ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। এমনকি বিজেপিকে এর পিছনে দায়ী করা হচ্ছে। বিজেপিই নাকি খেলা ঘোরাচ্ছে বলে রাজনৈতিকমহলে জোর জল্পনা।

যদিও এই বিষয়ে কথা বলেছেন শিন্ডে। তাঁর দাবি, এখনও পর্যন্ত বিজেপির তরফে তাঁর কাছে কোনও প্রস্তাব আসেনি। এমনকি বিজেপি'র কারোর সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও দাবি করেছেন শিন্ডে। যদিও বিষয়টি সেনা বা কংগ্রেস কেউই মানতে রাজি নয়। তবে সাক্ষাৎকার দিতে গিয়ে একনাথ শিন্ডে বলেন, বর্তমান পরিস্থিতি'র দিকে তাকিয়ে আমরা সবাই বালাসাহে ঠাকরের শিব সৈনিক। তবে এই অবস্থায় মুখ্যমন্ত্রী কিংবা শিবসেনার কারোর সঙ্গে কথা হয়নি বলেই দাবি বিধায়কের। বলে রাখা প্রয়োজন, বর্তমান রাজ্যের পরিস্থিতি'র দিকে তাকিয়ে বিজেপি বিধায়কদের এই মুহূর্তে মহারাষ্ট্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন ফড়ণবীশ।

তবে জানা যাচ্ছে, বিকেল পাঁচটায় একদিকে যখন উদ্ভব ঠাকরে বৈঠক ডেকেছেন অন্যদিকে শিন্ডেও একটি বৈঠক ডেকেছেন বলে খবর। এদিন সকালেই অসম পৌঁছে গিয়েছেন শিন্ডে সহ সমস্ত বিদ্রোহী বিধায়করা। সেখানেই একটি বিলাসবহুল হোটেলে সবাই রয়েছেন। আর সেখানেই শিন্ডে বৈঠক করবেন বলে খবর। আগামীদিনে'র কার্যত রণকৌশল ঠিক করতেই এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে।

English summary
Eknath shinde speaks if he will join hand with BJP with other rebels o
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X