For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোক ও বিধানসভা নির্বাচনে শিন্ডে শিবির ও বিজেপির জোট প্রতিদ্বন্দ্বিতা করবে, ঘোষণা গেরুয়া শিবিরের

লোক ও বিধানসভা নির্বাচনে শিন্ডে শিবির ও বিজেপির জোট প্রতিদ্বন্দ্বিতা করবে, ঘোষণা গেরুয়া শিবিরের

Google Oneindia Bengali News

২০২৪ সালে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেই বছরই লোকসভা নির্বাচন রয়েছে। সোমবার বিজেপির মহারাষ্ট্র শাখা থেকে জানানো হয়েছে বিধানসভা ও লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির ও একনাথ শিন্ডের 'বালাসাহেবাঞ্চি শিবসেনা' একসঙ্গে লড়াই করবে। মহারাষ্ট্র বিজেপি প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেছেন, বিজেপি ও শিন্ডের নেতৃত্বাধীন বালাসাহেবাঞ্চি শিবসেনা ও গেরুয়া শিবির ২০২৪ সালে ২০০টির বিধানসভা আসন ও ৪৫টি লোকসভা আসন জিতবে।

মুম্বই পৌরসভা নির্বাচন

মুম্বই পৌরসভা নির্বাচন

গেরুয়া শিবিরের তরফে আগেই জানানো হয়েছে, পৌরসভা নির্বাচনে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ও বিজেপি একসঙ্গে লড়াই করবে। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, শিবসেনা ও বিজেপি একসঙ্গে মুম্বইয়ের পৌরসভা নির্বাচনে লড়াই করবে। পাশাপাশি তিনি বলেন, 'আমি যখন শিবসেনা বলি, সেই সময় আমি বলতে চাই শিবসেনার যে অংশ দলের সুপ্রিমো (প্রয়াত) বালাসাহেব ঠাকরের আদর্শ অনুসরণ করে। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা বালাসাহেব ঠাকরের হিন্দুত্বের আদর্শ বহন করে নিয়ে চলছে।'

মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচন

মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচন

শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে বার বার দাবি করেছেন, মহারাষ্ট্রের মানুষ বিশ্বাসঘাতকদের কখনই মেনে নেবেন না। এই প্রসঙ্গে তিনি শিন্ডে শিবিরকে উল্লেখ করেছেন। তবে আদতে মহারাষ্ট্রের মানুষ শিবসেনার কোনও শিবিরকে পছন্দ করছে, তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে মুম্বইয়ের পৌরসভা নির্বাচনে। এছাড়াও মহারাষ্ট্রে ৭,৭৫১টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচন এবং তাদের সরপঞ্চের সরাসরি নির্বাচন জোটের জন্য আরেকটি লিটমাস পরীক্ষা হবে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে ভোটের দিন ঠিক করেছেন। ১৮ ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। মহারাষ্ট্রে ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর মধ্যে প্রথম বড় পরীক্ষা এই গ্রাম পঞ্চায়েত নির্বাচন।

মহারাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা

মহারাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা

একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিধায়ক ও সাংসদদের বিদ্রোহের পর শিবসেনা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি শিন্ডে শিবির ও অন্য একটি উদ্ধব শিবির। তবে বেশিরভাগ বিধায়ক শিন্ডে শিবিরকে সমর্থন করেছে। শিন্ডে শিবিরের নেতৃত্বে বিদ্রোহী শিবসেনা বিধায়করা বিজেপির সঙ্গে জোট করে মহা বিকাশ আঘাদি জোটের পতন ঘটায়। নিজেরা ক্ষমতায় আসেন। একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন।

মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব

মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব

মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে জল কোনদিকে গড়াবে তার একটা ইঙ্গিত দেবে। ক্ষমতাসীন জোট ও মহা বিকাশ আঘাদি জোটের জন্য এই পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ক্ষমতাসীন জোট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তবে শিবসেনা নাম বা প্রতীক এই নির্বাচনে ঠাকরে বা শিন্ডে শিবিরের কেউ ব্যবহার করতে পারছে না। কার অধীনে শিবসেনা রাজনৈতিক দলের নাম ও প্রতীক থাকবে, এই নিয়ে সুপ্রিম কোর্টের সংবিধানি বেঞ্চে মামলা চলছে। মামলা চলাকালীন নির্বাচনের জন্য দুই শিবিরকে আলাদা নাম ও প্রতীক ব্যবহার করতে হচ্ছে।

কোভিডের পর ভারতে অর্ধেকেরও কম বিদেশীদের আগমন!‌ উদ্বিগ্নকর রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকেরকোভিডের পর ভারতে অর্ধেকেরও কম বিদেশীদের আগমন!‌ উদ্বিগ্নকর রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের

English summary
BJP form pre poll alliance with Eknath Shinde's Shiv Sena for 2024 Lok Sabha and Maharashtra election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X