For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমল হাসানকে লক্ষ্য করে ডিম-পাথর ছোড়াছুড়ি! সরগরম দাক্ষিণাত্যের রাজনীতি

চলছিল সভা। এমন সময় কমল হাসানকে তাক করে ছোড়া হয়েছে ডিম, ইট। এরপরই তামিলাড়ুর অরাভকুরিচিতে কমল হাসানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

  • |
Google Oneindia Bengali News

চলছিল সভা। এমন সময় কমল হাসানকে তাক করে ছোড়া হয়েছে ডিম, ইট। এরপরই তামিলাড়ুর অরাভকুরিচিতে কমল হাসানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রসঙ্গত, নাথুরাম গডসেকে 'জঙ্গি' বলে মন্তব্য করায় কমল হাসানকে নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয় । এরপরই এমন আক্রমণ ধেয়ে আসে কমলের দিকে।

কমল হাসানকে লক্ষ্য করে ডিম-পাথর ছোড়াছুড়ি! সরগরম দাক্ষিণাত্যের রাজনীতি

এদিকে এর জবাবে কমল হাসান বলেছেন, ' আমি গ্রেফতার হওয়া থেকে ভয় পাই না। ওঁদের আমাকে গ্রেফতার করতে দাও। এটা যদি ওরা করে তাহলে পরিস্থিতি আরও খরাপ হবে।' পাশাপাশি, কমল হাসান তামিলভূমি থেকে দাবি করেন, দেশজুড়ে রাজনীতির মান খারাপ হয়ে যাচ্ছে। এদিকে, এই ঘটনার পর কোয়েম্বাট্যুরে শুক্রবার মক্কাল নিধি মইয়মের এই নেতাকে কোনও সভা করার অনুমতি দেয়নি পুলিশ।

[আরও পড়ুন: 'প্রত্যেক ধর্মেই জঙ্গি আছে', উত্তাপ চড়িয়ে মন্তব্য কমল হাসানের ][আরও পড়ুন: 'প্রত্যেক ধর্মেই জঙ্গি আছে', উত্তাপ চড়িয়ে মন্তব্য কমল হাসানের ]

প্রসঙ্গত, পুলিশ মনে করছে ডিম ও পাথর ছো়ড়ার নেপথ্যে রয়েছে ২ জন ব্যক্তি । অভিযুক্তদেরক খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে কমল হাসানের দিকে জুতো ছোড়ার ঘটনার পরই ডিম , পাথর ছোড়ার ঘটনা উঠে আসে তামিলনাড়ুর বুকে।

[আরও পড়ুন: মোদীর সভার পর রাত বাড়তেই রণক্ষেত্র দমদম! মুকুল রায়ের গাড়ি ভাঙচুর][আরও পড়ুন: মোদীর সভার পর রাত বাড়তেই রণক্ষেত্র দমদম! মুকুল রায়ের গাড়ি ভাঙচুর]

English summary
Eggs, stones thrown at meeting addressed by Kamal Haasan in Tamil Nadu's Aravakurichi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X