For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা‌কালে ক্ষতিগ্রস্ত শিক্ষা, কেন্দ্রীয় বাজেটে শিক্ষা নিয়ে একাধিক ঘোষণা অর্থমন্ত্রীর

কেন্দ্রীয় বাজেটে শিক্ষা নিয়ে একাধিক ঘোষণা অর্থমন্ত্রীর

Google Oneindia Bengali News

করোনা মহামারির কারণে গত দু’‌বছর ধরে শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থা। তাই এ বছরের বাজেটে শিক্ষাক্ষেত্রকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হল। ২০২২–২৩ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শিক্ষাক্ষেত্রের জন্য একাধিক ঘোষণা করেছেন। ডিজিটাল বিশ্ববিদ্যালয় চালু করা থেকে প্রধানমন্ত্রীর ই–বিদ্যা কর্মসূচি যাতে আরও বেশি পড়ুয়াদের কাছে পৌঁছাতে পারে, বাজেটে শিক্ষার ফাঁক পূরণ করার ওপরই বেশি ফোকাস করা হয়েছে। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা প্রকাশের সময় বলা হয়েছিল যে স্কুল বন্ধের কারণে শেখার ক্ষেত্রে তার গভীর প্রভাব পড়েছে এরকম কোনও পরিসংখ্যান নেই। তবে এটা চিহ্নিত করা গিয়েছে যে গ্রামের দিকের পড়ুয়াদের ক্ষেত্রে অনলাইন শিক্ষার ক্ষেত্রে প্রভাব পড়েছে। সেই ফাঁকটা পূরণ করা হবে।

ওয়ান–ক্লাস–ওয়ান–টিভি চ্যানেল

ওয়ান–ক্লাস–ওয়ান–টিভি চ্যানেল

করোনা কালে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে অনেকটাই। দেশের শিশুদের স্কুলে যাওয়া সম্পূর্ণ বন্ধ প্রায়। সেই অবস্থাতেই নতুন একটি পরিকল্পনা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টিভি চ্যানেলের মাধ্যমে যাতে দেশের বেশিরভাগ শিশুর কাছে শিক্ষা পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার। তাই শিশুদের জন্য নতুন টিভি চ্যানেল আনার কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এ ছাড়াও তফশিলি জাতি ও উপজাতিদের জন্য নতুন করে টিভি চ্যানেল তৈরি করা হবে। মোট ২০০টি টিভি চ্যানেল তৈরির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, পাশাপাশি দেওয়া হবে আঞ্চলিক ভাষায় শিক্ষাপ্রসারের টিভি চ্যানেল তৈরির প্রতি গুরুত্বও। এতদিন এই চ্যানেলের সংখ্যা ছিল ১২টি।

কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম পুর্নগঠন

কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম পুর্নগঠন

মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেট ভাষণে জানিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের পাঠ্যক্রম পুর্নগঠনের ওপর জোর দিতেবলা হবে। নতুন পাঠ্যক্রমে রাখতে হবে প্রাকৃতিক কৃষিকাজ, আধুনিক যুগের কৃষিকাজ, সহ কৃষি সম্পর্কিত নতুন নতুন বিষয়গুলিকে। পাঠ্যক্রম পুর্নগঠনের জন্য কমিটি গঠন করতে হবে।

ডিজিটাল বিশ্ববিদ্যালয়

ডিজিটাল বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের জেরে স্কুল-কলেজ বন্ধ ছিল দীর্ঘদিন। তার জেরে ছাত্রছাত্রীদের অনলাইনে পঠনপাঠন চলছিল। এবার এই দিকে তাকিয়ে ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার এই নিয়ে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে তিনি এই ঘোষণা করেন। এদিন নির্মলা সীতারামন বাজেট পেশ করে বলেন, '‌অনলাইনে পড়াশোনায় উৎসাহ দিতে ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। লেহ-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। দেশে একটি উচ্চশিক্ষা কমিশন গঠন করা হবে। দেশে প্রায় ১০০টি নতুন সৈনিক স্কুল তৈরি করা হবে। আদিবাসী এলাকায় ৭৫৮টি একলব্য স্কুল খোলা হবে।'‌ তবে ডিজিটাল বিশ্ববিদ্যালয় কোথায় খোলা হবে এবং তা কবে হবে তার কোনও সুস্পষ্ট উল্লেখ মেলেনি।

 মানসিক স্বাস্থ্য কর্মসূচি

মানসিক স্বাস্থ্য কর্মসূচি

একইসঙ্গে সীতারমন জানিয়েছেন, করোনা ভাইরাস আবহে মানসিক স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেয়েছে। তার জন্য ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দেওয়া হবে। ন্যাশনাল টেলিমেন্টাল হেলথ সেন্টার তৈরি হবে। দেশজুড়ে ২৩টি হেলথ সেন্টার তৈরি হবে।

English summary
The finance minister made several announcements in the Union budget to normalize the education sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X