For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক তছরুপের অভিযোগ, মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সমন ইডির, গ্রেফতার তার দুই সহযোগী

আর্থিক তছরুপের অভিযোগ, মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সমন ইডির, গ্রেফতার তার দুই সহযোগী

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে সমন পাঠাল ইডি। তার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অনিলের দুই সহযোগীকে। শনিবারই তাঁকে ইডির দফতরের হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।

প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশি

প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশি

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বাড়িতে সকাল থেকেই তল্লাশি শুরু করেছে ইডি। নাগপুরে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়ায় মুম্বইয়ের ওরলি এবং মালাবার হিলসের বাড়িতেও ইডি তল্লাশি শুরু করেছে। অনিল দেশমুখ সেসময় মুম্বইয়ের বাড়িতে ছিলেন। সেখানে তাঁর এক ছেলেও ছিলেন। তাঁদের উপস্থিতিতে তল্লাশি শুরু করে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। সঞ্জীব পালান্ডে, কুন্দন শিন্ডে নামে দুই সহযোগীকে গ্রেফতার করেছে ইডি। তাঁদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

 আর্থিক তছরুপের অভিযোগ

আর্থিক তছরুপের অভিযোগ

মহারাষ্ট্রের প্রাক্তন অর্থনন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে ৪ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। ১২ জন বারের মালিকের কাছ েথকে এই ৪ কোটি টাকা আদায় করা হয়েছিল। সেটা মহারাষ্ট্রের বাইরে কোনও ভুয়ো কোম্পানি মারফৎ অনিল দেশমুখের অ্যাকাউন্টে পাঠানো হয় বলে অভিযোগ। তারপরেই অনিলকে সমন পাঠায় ইডি। এবং আজই তাঁকে েজরার জন্য হাজিরা দিতে বলা হয়েছে।

উদ্ধবকে নালিশ

উদ্ধবকে নালিশ

এই নিয়ে আগেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠিতে অভিযোগ করেছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। মার্চ মাসে তিনি চিঠি দিয়েছিলেন উদ্ধব ঠাকরেকে। তাতে তিনি অভিযোগ করেছিলেন মুম্বইয়ের বিভিন্ন বার এবং রেস্তরাঁ থেকে তোলা আদায় করা হত। সেই টাকা অবৈধ ভাবে অনিল দেশমুখের কাছে পাঠানো হত। গত এপ্রিলেই নিজের পদ থেকে ইস্তফা দেন অনিল ভিজ।

 ডেপুটি কমিশনারের বয়ান রেকর্ড

ডেপুটি কমিশনারের বয়ান রেকর্ড

গত বৃহস্পতিবার এই ঘটনায় মুম্বইয়ে ডেপুটি কমিশনার রাজু ভুজওয়ালের বয়ান রেকর্ড করেছে ইডি। তিনি এখন মুম্বই পুলিশের এনফোর্সমেন্ট ইউংয়ের দায়িত্বে রয়েছেন। তাঁর নজরদারিতেই মুম্বইয়ের যাবতীয় বার, রেস্টুরেন্ট, হোেটল, হুক্কা পার্লার এবং ডান্স বারের চেকিং চলে।

English summary
ED Summan Maharashtra ex Home minister Anil Deshmukh after arrest his two aids
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X