For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপাকে লালুপ্রসাদের কন্যা, বাগানবাড়ি বাজেয়াপ্ত করল ইডি

আর্থিক তছরূপ ও বেনামি সম্পত্তি মামলায় লালু প্রসাদের কন্যা মিসা ভারতীর দিল্লির বাগানবাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

আর্থিক তছরূপ ও বেনামি সম্পত্তি মামলায় লালু প্রসাদের কন্যা মিসা ভারতীর দিল্লির বাগানবাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির বিজসাওয়ান এলাকায় এই বাগানবাড়িটি একটি সংস্থার নামে কেনা হয়েছিল যার কর্ণধার মিসা ও তাঁর স্বামী।

বিপাকে লালুপ্রসাদের কন্যা, বাগানবাড়ি বাজেয়াপ্ত করল ইডি

২০০৮- ০৯ সালে ১.২ কোটি টাকা দিয়ে এই বাগানবাড়ি কেনা হয়েছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে। মিশৈল প্যাকার্স অ্যান্ড প্রিন্টার্স নামে এই সংস্থার ডিরেক্টর মিসা ভারতী ও তাঁর স্বামী শৈলেশ। এই বিষয়ে ইতিমধ্যেই তাঁদের বয়ান রেকর্ড করেছে ইডি। ভুয়ো সংস্থার নামে সম্পত্তি কেনা মামলায় গত জুলাই মাসেই দিল্লির বাগানবাড়িতে একপ্রস্থ অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা।

৮ হাজার কোটি টাকা তছরূপ মামলায় ইতিমধ্যেই সুরেন্দ্র ও বীরেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে ইডি। তাঁদের বিরুদ্ধে এই ধরনের প্রায় ৯০টি ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা তছরূপের অভিযোগ করা হয়েছে। এরকমই একটি সংস্থা হল মিশৈল প্য়াকার্স অ্যান্ড প্রিন্টার্স।

২০০৭-০৮ ও ২০০৮-০৯ সালে ১০০ টাকা প্রতি ইউনিট দরে ১.২ লক্ষ শেয়ার বাজারে ছাড়ে মিসা ভারতীর সংস্থা। কলকাতা ও দিল্লির মোট ৪টি সংস্থা এই শেয়ারগুলি কেনে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। ২০০৯ সালের শেষের দিকে এই শেয়ারগুলি ১২ টাকা প্রতি ইউনিট দরে কিনে নেয় সংস্থাটি।

[আরও পড়ুন: বেনামি সম্পত্তি কেলেঙ্কারিতে ফাঁসল লালুর পরিবার, যেতে হতে পারে জেল][আরও পড়ুন: বেনামি সম্পত্তি কেলেঙ্কারিতে ফাঁসল লালুর পরিবার, যেতে হতে পারে জেল]

English summary
ED seizes Lalu Prasad's daughter Misa Bharti's farmhouse in Delhi, ED already recorded Misa and her husband's statement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X