For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরার দফতরে ইডি-র ব্যাপক তল্লাশি অভিযান

গান্ধি পরিবারের জামাই তথা প্রিয়ঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরার একাধিক দফতের শুক্রবার ব্যাপক তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরক্টরেট। রবার্ট ঘনিষ্ঠ তিন ব্যক্তির বাড়ি ও অফিসেও চালানো হয় তল্লাশি।

  • |
Google Oneindia Bengali News

গান্ধী পরিবারের জামাই তথা প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার একাধিক দফতের শুক্রবার ব্যাপক তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরক্টরেট। রবার্ট ঘনিষ্ঠ তিন ব্যক্তির বাড়ি ও অফিসেও চালানো হয় তল্লাশি। প্রতিরক্ষা সংক্রান্ত এক চুক্তির তদন্তে রবার্টের অফিসের যোগাযোগের খবর পেয়েই এই তদন্ত চালানো হয়েছে বলে ইডি সূত্রের দাবি। যদিও কংগ্রেস এই তল্লাশি অভিযানকে বিজেপি-র 'প্রতিহিংসা'-র রাজনীতি হিসাবেই দেখছে।

গান্ধি পরিবারের জামাই রবার্ট বঢরার দফতরে ইডি-র ব্যাপক তল্লাশি অভিযান

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নিপতি রবার্ট বঢরার দিল্লি ও বেঙ্গালুরুর দফতেরও ব্যাপক তল্লাশি চলেছে শুক্রবার। তল্লাশি অভিযানের সময় দিল্লি অফিসের বেশ কয়েকজন কর্মীদেরক অফিসের মধ্যেই আটকে রাখা হয় বলে দাবি করা হয়েছে। এদিকে, কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে, কোনও সার্চ ওয়ারেন্ট ছাডা়ই ইডি-র তরফে এভাবে তল্লাশি চালানো হয়েছে। কংগ্রেসের দাবি ৫ রাজ্যের নির্বাচনে বিজেপি-র ভরাডুবি বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট হতেই প্রতিহিংসার রাজনীতির রাস্তায় হাঁটতে শুরু করেছে গেরুয়া শিবির।

শুধু রবার্ট বঢরার অফিসই নয়, অফিসের এক কর্মীর শ্বশুরবাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে ইডি, এমনই দাবি করা হয়েছএ কংগ্রেসের তরফে। এদিকে, রবার্ট বঢরার আইনজীবীর দাবিসার্চ ওয়ারেন্ট ছাড়া এভাবে তল্লাশি আইনবিরুদ্ধ। এই গোটা ঘটনাই পরিকল্পনা মাফিক হয়েছে বলে দাবি করেছেন রবার্টের আইনজীবী সুমন খৈতান।

English summary
The searches, ED officials said, were carried out in Delhi-NCR and Bengaluru, and were also related to cases of assets held abroad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X