For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেআইনিভাবে পাথর পাচারে ১৩৫০টি রেল রেকের ব্যবহার হয়েছে, ঝাড়খণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য ইডির

বেআইনিভাবে পাথর পাচারে ১৩৫০টি রেল রেকের ব্যবহার হয়েছে, ঝাড়খণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য ইডির

Google Oneindia Bengali News

বেআইনি কয়লা খনি বণ্টনের পর এবার বেআইনিভাবে পাথর পাচার। একের পর এক দুর্নীতির জালে জড়াতে শুরু করেছে হেমন্ত সোরেন সরকার। ইডির তরফে দাবি করা হয়েছে বেআইবি ভাবে রেলপথে পাথর পাচার করা হয়েছে। আর এই কাজে ১৩৫০টি রেলের রেক ব্যবহার করা হয়েছে।

বেআইনিভাবে পাথর পাচারে ১৩৫০টি রেল রেকের ব্যবহার হয়েছে, ঝাড়খণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য ইডির

গত একমাস ধরে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৎপর হয়েছে ইডি। বেআইনি ভাবে কয়লাখনি বণ্টন নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করেছিল ইডি। সেই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল ঝাড়খণ্ডে। প্রায় গদি টলমল অবস্থা হয়েছিল হেমন্ত সোরেনের। যদিও তিনি হাজিরা দেননি ইডির নোটিসে। পাল্টা ইডিকে এই নিয়ে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বেআইনি কয়লাখনি দু্র্নীতির পর এবার পাথর পাচারে দুর্নীতি। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ইডি। তদন্তকারীরা জানিয়েছেন ১৩৫০ কোটি টাকার পাথর পাচার করা হয়েছে। আর তাতে ১৩৫০টি রেলের রেক ব্যবহার করা হয়েছে। বিহার থেকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মধ্যে এই পাথর পাচার হত। ইডি ইতিমধ্যেই একাধিকবার নোটিস পাঠিয়েছে হেমন্ত সোরেনকে। কিন্তু তিনি কিছুতেই হাজিরা দিতে নারাজ। উল্টে ইডির ইডির এই তৎপরতাকে বিজেপির সরকার ফেলার চক্রান্ত বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে ইডির এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে হেমন্ত সোরেন বলেছেন, সাহেবগঞ্জ থেকে পাথর আমদানি করতে ১০০০ কোটি টাকা ক্ষতি স্বীকার করেছে তার সরকার। ইডির এই অভিযোগ মানতে নারাজ তিনি।

হেমন্ত সোরেন দাবি করেছেন বিজেপি তাঁর সরকার ভাঙার চেষ্টা করছে। সেকারণেই এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। একাধিক অবিজেপি রাজ্যেই ইডি-সিবিআই তৎপরতা শুরু হয়েছে। সেই তালিকা থেকে বাদ যায়নি ঝাড়খণ্ড। নানা কৌশলে একাধিক অবিজেপি রাজ্যে সরকার ফেলেছে বিজেপি। কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের পর এবার কার টার্গেট। দিল্লিতে একাধিক বার এজেন্সি প্রয়োগ করে তৎপরতা দেখিয়েছে বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত এখনও সফল হয়নি।

সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত শান্ত থাকতে হবে, কর্নাটক-মহারাষ্ট্রকে পরামর্শ অমিত শাহেরসুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত শান্ত থাকতে হবে, কর্নাটক-মহারাষ্ট্রকে পরামর্শ অমিত শাহের

English summary
ED reveled Illegal Stone mining in Jharkhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X