মায়াবতী এবার স্ক্যানারে, উত্তরপ্রদেশে ৭টি জায়গায় ইডি- রেড
কিছুদিন আগে অখিলেশ যাদবের নাম নিয়ে টানাটানি করেছিল সিবিআই। বালি খাদান মামলায় অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়া ও আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। এবার উত্তরপ্রদেশের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে। শোনা যাচ্ছে, এবার মায়াবতীকে জেরা করতে পারে ইডি।

সাত জায়গায় তল্লাশি
এদিন উত্তরপ্রদেশের সাতটি জায়গায় ইডি তল্লাশি চালিয়েছে। মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন নানা দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে এই তল্লাশি চালিয়েছে ইডি।

দুর্নীতির অভিযোগ বহেনজীর নামে
মায়াবতীর বিরুদ্ধে ১১৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। সারা উত্তরপ্রদেশ জুড়ে নিজের ও হাতির মূর্তি বানানো নিয়ে এই দুর্নীতি হয়েছে। সেইসময়ে এই নির্মাণে ১৪০০ কোটি টাকা খরচ হয়েছিল। জনগণের করের টাকা নিয়ে মায়াবতী এসব করায় যথেষ্ট সমালোচিতও হন

নাম রয়েছে অখিলেশের
এর আগে ২০১২-১৬ সালের মধ্যে হামিরপুরে বালি খাদান কাণ্ডে অখিলেশের নাম জড়িয়েছে। সিবিআই চারজনের বিরুদ্ধে এফআইআর করেছে। তার মধ্যে একজন সমাজবাদী পার্টি নেতাও রয়েছেন। এবার মায়াবতী পিছনে পড়ল ইডি।

বুয়া-ভাতিজার জোট
কিছুদিন আগে উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে লোকসভা নির্বাচনের আগে জোট বেঁধেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি। তারপরই অখিলেশের নাম বালি খাদান কাণ্ডে ও মায়াবতীর নাম আর্থিক দুর্নীতিতে জড়ানো নিয়ে বিরোধীরা কেন্দ্রকে বিঁধে সমালোচনায় সরব হয়েছে।