For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনকে আদালতের চক্কর কাটানোর প্রতিশোধ? গেহলটের পিছনে ধাওয়া সিবিআই-ইডির

Google Oneindia Bengali News

চাষের সার নিয়ে দুর্নীতির অভিযোগে এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক হেগলটের ভাইয়ে সম্পত্তিতে রেড করল বুধবার। জানা গিয়েছে অগ্রসেন গেহলটের বিরুদ্ধে বিজেপি অভিযোগ আনার পরই এই মামলার তদন্ত ভার নেয় ইডি। অগ্রসেনের বিরুদ্ধে অভিযোগ, সে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বেআইনি ভাবে আর্থিক নয়-ছয় করে সার আমদানি করেছে।

অশোক গেহলটের সহায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

অশোক গেহলটের সহায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

এর আগে মঙ্গলবারই অশোক গেহলটের সহায়ককে প্রশ্নবাণে বিদ্ধ করে সিবিআই। জানা গিয়েছে রাজস্থানের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এদিন সেরাজ্যের মুখ্যমন্ত্রীর অফিসে নিযুক্ত বিশেষ অফিসারকে পুলিশ আধিকারিকের আত্মহত্যার ঘটনায় প্রশ্ন করা হয় বেশ কিছুক্ষণ। এর আগে কষ্ণা পুনিয়াকেও এই কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে সিবিআই-এর হুঁল

রাজনৈতিক অস্থিরতার মধ্যে সিবিআই-এর হুঁল

মনে করা হচ্ছে রাজস্থানের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসকে চাপে রাখতেই সিবিআই-এর এই জিজ্ঞাসাবাদ। প্রসঙ্গত, এই মামলায় রাজস্থান সরকার নিজেরাই সিবিআই-কে নিযুক্ত করেছিল। এদিকে মৃত পুলিশ আধিকারিকের দাবি কংগ্রেস বিধায়ক কৃষ্ণা পুনিয়া ও পুলিশের উঁচু পদে থাকা আধিকারিকদের চাপেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন বিষ্ণু।

গেহলটকে সিবিআই-এর ভয় দেখায় বিজেপি

গেহলটকে সিবিআই-এর ভয় দেখায় বিজেপি

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপি মুখপত্র সম্বিত পাত্র এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানালেন। তাঁর অভিযোগ কংগ্রেস রাজস্থানের নেতা মন্ত্রীদের ফোন ট্যাপ করেছে। এই ফোন ট্যাপ করার নির্দেশ কংগ্রেসের শীর্ষ স্তরীয় নেতৃত্ব থেকে এসেছে বলে অভিযোগ এনে সম্বিত পাত্র এবার এসওজি-র পাল্টা সিবিআই-এর হুমকি দিয়ে রাখেন।

সচিন বিজেপি আঁতাতের অভিযোগ

সচিন বিজেপি আঁতাতের অভিযোগ

এর আগে রণদীপ সিং সূরযেওয়ালা অভিযোগ আনেন যে বিজেপির তরফে অশোক গেহলটের সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। আর এতে যুক্ত ছিলেন বেজিপির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এদিকে কংগ্রেসের এক বিধায়ক ভানওয়ারলাল শর্মা ও বিশ্বেন্দ্র সিংকে বরখাস্ত করা হয়েছে বলে জানান সূরজেওয়ালা। প্রসঙ্গত, এই বিধায়করা সচিনের ঘটনিষ্ঠ। এরপর আজ গ্রেফতার করা হয় সঞ্জয় জৈন নামক এক বিধায়ককে। যদিও কংগ্রেসের দায়ের করা এফআইআর-এ কোনও ব্যক্তির নাম ছিল না। এতেই প্রশ্ন উঠেছে।

পাল্টা দাবি বিজেপির কেন্দ্রীয়মন্ত্রীর

পাল্টা দাবি বিজেপির কেন্দ্রীয়মন্ত্রীর

এদিকে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের পর কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, অডিও ক্লিপের কণ্ঠ তাঁর নয়। সবরকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। ওই অডিও ক্লিপকে ভুয়ো বলে দাবি করেছেন রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়া। বলেন, মুখ্যমন্ত্রীর বাসস্থান ভুয়ো অডিওর কেন্দ্র হয়ে উঠছে। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীকেও এর মধ্যে টেনে আনা হয়েছে।

English summary
ED raided properties owned by Rajasthan CM Ashok Gehlot’s brother amid Sachin Pilot fiasco
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X