For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাইপোর কেলেঙ্কারিতে বাড়ল অস্বস্তি! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাঁচ ঘন্টা জেরা ইডি'র

অবৈধ বালি খাদান মামলায় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরনজিত সিং চন্নিকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তাঁকে জেরা করা হয়। ইতিমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাইপো ভুপিন্দর সিং হনিকে গ্রেফত

  • |
Google Oneindia Bengali News

অবৈধ বালি খাদান মামলায় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরনজিত সিং চন্নিকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তাঁকে জেরা করা হয়। ইতিমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাইপো ভুপিন্দর সিং হনিকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।

আর এরপরেই তাঁর সঙ্গে ভাইপোর সম্পর্কের বিষয়ে জানতেই চন্নিকে জেরা করা হয় বলে জানা যাচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ নিয়ে নিজেই টুইট করে বিস্তারিত জানিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছিল

জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছিল

তিনি জানিয়েছেন, অবৈধ বালি খাদানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছিল। আমার কাছে থাকা তথ্য এজেন্সিকে দিয়ে সবরকম ভাবে তদন্তকারীদের সাহায্য করা হয়েছে বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তবে নতুন করে তাঁকে আর ডাকা হয়নি বলেও জানিয়েছেন চান্নি। ইতিমধ্যে এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিক চার্জশিট জমা দিয়েছে।

নির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে

নির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী'র বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, চন্নির বিরুদ্ধে অবৈধ বালি খনন এবং আধিকারিকদের ট্রান্সফার-পোস্টিং সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। এমনকি কোটি কোটি টাকার কেলেঙ্কারির খবরও সামনে আসছে। আর এই মামলায় ইতিমধ্যে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো এবং তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছে। এবং সম্প্রতি তাঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছে। গত ৩ এবং চার ফেব্রুয়ারি রাতে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করা হয় তাঁদের।

মারাত্মক অভিযোগও সামনে এসেছে

মারাত্মক অভিযোগও সামনে এসেছে

ধৃতদের বিরুদ্ধে কয়েকটি মারাত্মক অভিযোগও সামনে এসেছে। জানা যায়, ভুপিন্দর সিং হনি এবং অভিযুক্ত তাঁর এক সাগরেদ অবৈধ সংস্থা খুলে বড়সড় আর্থিক কেলেঙ্কারিও করা হত। এর আগে ১৮ এবং ১৯ জানুয়ারি ইডি একাধিক জায়গাতে তল্লাশি চালায়। এমনকি ভুপিন্দর সিং হনি'র ঘর থেকে প্রায় ৭.৯ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। এমনকি ধৃত তাঁর সহযোগীর বাড়ি থেকেও কয়েকশ কোটি টাকা উদ্ধার করা হয়। যা নিয়ে রীতিমত তাজ্জব হয়ে যান তদন্তকারীরা।

বিভিন্ন জায়গাতে তল্লাশি শুরু করে

বিভিন্ন জায়গাতে তল্লাশি শুরু করে

বলে রাখা প্রয়োজন ২০১৮ সাল যখন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ক্যাপ্টেন অমরিন্দর সিং ছিলেন সেই সময়ে অবৈধ এই বালি খাদান কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। আর এরপরেই ঘটনার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় মূল অভিযুক্ত কদরতদীপ সিং বেশ কয়েকজনকে একাধিক জালিয়াত সংস্থা। যার মধ্যে একজন ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপোও। আর এরপরেই অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি শুরু করে। আর এরপরেই মাসখানেক আগে ইডির জালে পড়ে হনি। আর এরপরেই অস্বস্তি বাড়ল প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

তবে এই জেরার বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে কিছু বলা হয়নি।

English summary
ED questions Ex Punjab CM Channi in illegal mining case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X