For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরব মোদী নয়, কোটি কোটির সম্পত্তির নাগাল পেতেই অভিযান ইডির

পিএনবি প্রতারণা কাণ্ডে শনিবারেও অব্যাহত ইডির অভিযান। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২১ টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ দিয়েছে ইডি। যার বাজার মূল্য ৫২৩.৭২ কোটি টাকা।

  • |
Google Oneindia Bengali News

পিএনবি প্রতারণা কাণ্ডে শনিবারেও অব্যাহত ইডির অভিযান। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২১ টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ দিয়েছে ইডি। যার বাজার মূল্য ৫২৩.৭২ কোটি টাকা।

নীরব মোদী নয়, কোটি কোটির সম্পত্তির নাগাল পেতেই অভিযান ইডির

ইডির বাজেয়াপ্ত করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ে থাকা ছটি বাসস্থান এবং দশটি অফিস, পুনের দুটি ফ্ল্যাট, আলিবাগের একটি ফার্ম হাউস, একটি সোলার প্ল্যান্ট এবং কারজাতে থাকা ১৩৫ একরের একটি জমি। যার সবই রয়েছে নীরব মোদী এবং তার কোম্পানির নামে।

এছাড়াও আয়কর বিভাগের তরফে নীরব মোদীর হেফাজতে থাকা ১৫০ টিরও বেশি পেন্টিং বাজেয়াপ্ত করেছে। বেশিরভাগই নামকরা শিল্পীদের আঁকা।

মুম্বইয়ের ওয়াদালার অয়্যার হাউসে পেন্টিংগুলি পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, পেন্টিংগুলি লুকিয়ে রাখার জন্য কমলা মিলের অফিস থেকে ওয়াদালার অয়্যার হাউসে নিয়ে যাওয়া হয়েছিল।

পেন্টিংগুলির মূল্য নির্ধারণের কাজ চলছে। আয়কর বিভাগের অনুমান পেন্টিংগুলির মূল্য হতে পারে বেশ কয়েক কোটি।

English summary
ED provisionally attached 21 immovable asstes of Nirav Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X