For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঁচে উঠেছেন সাক্ষী, অগস্টা ওয়েস্টল্যান্ড মামলায় অবস্থান বদল ইডির

অগস্টা ওয়েস্ট ল্যান্ড কপ্টার কেলেঙ্কারি মামলার অন্যতম সাক্ষী কে কে খোসলা। একে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছে ইডি।

Google Oneindia Bengali News

অগস্টা ওয়েস্ট ল্যান্ড কপ্টার কেলেঙ্কারি মামলার অন্যতম সাক্ষী কে কে খোসলা। একে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছে ইডি। অথচ মঙ্গলবারই দিল্লিতে আদালতে ইডির আইনজীবী ডিপি সিং দাবি করেছিলেন, এই মামলার অন্যতম সাক্ষী কেকে খোসলাকে খুন করা হয়েছে। আর এই খুন করিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাইপো রাতুল পুরী।

বেঁচে উঠেছেন সাক্ষী, অগস্টা ওয়েস্টল্যান্ড মামলায় অবস্থান বদল ইডির

এতটাই নাকি প্রভাবশালী রাতুল যে ৩৬০০ কোটি টাকা এই দুর্নীতি মামলার অন্যতম সাক্ষীকে খুন করিয়েছে সে। গত কয়েক মাস ধরে খোসলার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

তার ঠিক পরের দিন বুধবার ডিপি সিং আদালতে জানান, আগামী কাল অথবা পরশুর মধ্যে তাঁরা কে কে খোসলাকে মুখোমুখি জেরা করার জন্য পেয়ে যাবেন। গতকাল যিনি মারা গিয়েছিলেন বুধবার হঠাৎ করে তিনি বেঁচে উঠলেন কেমন করে?‌

আদালতে এদিন ইডির আইনজীবী ডিপি সিং জানিয়েছেন, কে কে খোসলা নিজে একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তাঁকে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। কমলনাথের ভাইপো রাতুল পুরীকেও যাতে তদন্ত করা যায় সেজন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন ইডির আইনজীবী।

কারণ গতকালই আদালত তাঁর গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। তবে ইডির আইনজীবীর আবেদন খারিজ করে দেয় আদালত। কারণ এই স্থগিতাদেশের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনও অর্ডার দেওয়া যাবে না বলে জানিয়েছে আদালত। প্রসঙ্গত উল্লেখযোগ্য রাতুল পুরীর হয়ে এই মামলা লড়ছেন অভিষেক মনু সিংভি।

English summary
ED changed the status of a witness in the AgustaWestland deal case from dead to alive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X