For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Jharkhand: ফের ইডি তৎপরতা হেমন্ত সোরেনের রাজ্যে, ৮২.৭৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

Jharkhand: ফের ইডি তৎপরতা হেমন্ত সোরেনের রাজ্যে, ৮২.৭৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

Google Oneindia Bengali News

অবিজেপি রাজ্য ঝাড়খণ্ড। স্বাভাবিক ভাবেই ইডি তৎপরতা বেড়ে গিয়েছে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করেছিল ইডি। এবার জাড়খণ্ডের এক আইএএস অফিসারের বাড়িতে ইডি তৎপরতা শুরু হয়েছে। পুজা সিঙ্গল নামে এক আইএএস অফিসারের বাড়ি থেকে ৮৮.৭৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

Jharkhand: ফের ইডি তৎপরতা হেমন্ত সোরেনের রাজ্যে, ৮২.৭৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

সেই সম্পত্তির তালিকায় রয়েছে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল, একটি ডায়গোনস্টিক সেন্টার এবং রাচিতে দুটি জমি। ঝাড়খম্ড পুলিশের দায়ের করা অভিযোগের তদন্তে নেমেই আইএএস অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। তদন্তে কেন্দ্রীয় এজেন্সি জানতে পেরেছে নারেগা প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই বিপুল সম্পত্তি তৈরি করেছিলেন সেই আইএএস অফিসার। নিজের পদের অপব্যবহার করে এই দুর্নীতি করেছিলেন তাঁরা। সেই সঙ্গে পুজা সিঙ্গলের একাধিক বেআইনি আয়ের হদিশও পেয়েছেন তদন্তকারীরা

বেআইনি উপায়ে অর্থ সংগ্রহ করে তাঁরা এই বিপুল সম্পত্তি তৈরি করেছিলেন তদন্তকারীরা। গত ১১ মে আইএএস অফিসারকে গ্রেফতার করা হয়। ৫ জুলাই তার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। অভিযুক্ত আইএএস অফিসারকে গ্রেফতারির পরে একাধিকবার অভিযান চালিয়েছে ইডি।

গত কয়েকমাস ধরে ঝাড়খণ্ডে ইডি তৎপরতা বেড়ে গিয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে কয়লা খণি বণ্টনে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি। তাঁকে সমনও পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। কিন্তু একবারও হািজরা দেননি মুখ্যমন্ত্রী। উল্টে ইডিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হেমন্ত সোরেন অভিযোগ করেছে ইডি তলব করে এমন করছে যেন তিনি পালিয়ে যাবেন। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী কী পালিয়ে যেতে পারে।

Duare Sarkar: দুয়ারে সরকার নিয়ে বড় ঘোষণা মমতার সরকারের, নেপথ্যে কী কারণDuare Sarkar: দুয়ারে সরকার নিয়ে বড় ঘোষণা মমতার সরকারের, নেপথ্যে কী কারণ

English summary
ED attached Rs.80.77 Crore propert of IAS officer at Jharkhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X