For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেশ হচ্ছে আর্থিক সমীক্ষার রিপোর্ট, কতদূর সফল দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রহ্মণ্যম

পেশ হচ্ছে আর্থিক সমীক্ষার রিপোর্ট, কতদূর সফল দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রহ্মণ্যম

  • |
Google Oneindia Bengali News

দেশজোড়া করোনা আবহের মাঝেই শুক্রবার শুরু হয়ে গেল বাজেট অধিবেশন। করোনা মোকাবিলার পাশাপাশি কৃষি-অর্থনীতি-স্বাস্থ্য ব্যবস্থার আগামী একবছরের হাল-হকিকত নির্ধারণ হতে চলছে আসন্ন বাজেটের হাত ধরে। এদিকে বাজেটের পেশের আগে সবার নজর 'অর্থনৈতিক সমীক্ষা ২০২১'-র দিকে। কেন্দ্রের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রহ্মণ্যমের উপরেই রয়েছে যার যাবতীয় দায়-দায়িত্ব।

একনজরে 'অর্থনৈতিক সমীক্ষা ২০২১'

একনজরে 'অর্থনৈতিক সমীক্ষা ২০২১'

সরকারি সূত্রে খবর, বাজেট অধিবেশনেই এই সমীক্ষাপত্র পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এদিকে শুক্রবার বেলা ২.৩০ নাগাদ একটি সাংবাদিক বৈঠকে 'অর্থনৈতিক সমীক্ষা ২০২১'-কে সকলের সামনে আনছেন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রহ্মণ্যম। জানা গেছে, বিগত অর্থ বছরের দেশের আর্থিক শ্রীবৃদ্ধির এই দলিলকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে।

 ঠিক কী থাকছে সমীক্ষা রিপোর্টে ?

ঠিক কী থাকছে সমীক্ষা রিপোর্টে ?

এদিকে এই সমীক্ষা রিপোর্টের প্রথম পর্বে থাকছে বিভিন্ন খতিয়ান, দ্বিতীয় পর্ব শ্রীবৃদ্ধির গতিবিধি ও শেষে পরিসংখ্যান বিভাগ। সুব্রহ্মণ্যমের তত্ত্বাবধানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিশেষ দল এই সমীক্ষাপত্র তৈরি করেছে বলে খবর সূত্রের। এদিকে ২০২০ সালে ভারতের অর্থনীতির বেহাল দশার চালচিত্র যে বেশ ভালোভাবেই দর্শাবে এই অর্থনৈতিক সমীক্ষা, তা বলাই বাহুল্য।

কে এই কেভি সুব্রহ্মণ্যম?

কে এই কেভি সুব্রহ্মণ্যম?

২০১৮ সালে বিশেষ কারণবশত অরবিন্দ সুব্রহ্মণ্যম পদত্যাগ করলে তিনবছরের মেয়াদে সিইএ-র পদে আসীন হন কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম। সূত্রের খবর, হায়দরাবাদের ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস (আইএসবি)-তে অর্থনীতির অধ্যাপক পদে বহাল রয়েছেন কেভি সুব্রহ্মণ্যম। শিকাগোর ডক্টরেট ডিগ্রিধারী কেভি সুব্রহ্মণ্যম বর্তমানে বিশ্বের ব্যাঙ্কিং, কর্পোরেট ও আর্থিক ক্ষেত্রে উপদেষ্টা হিসেবে ইতিমধ্যেই বেশ খ্যাতি লাভ করেছেন।

বিশেষ আর্থিক বিশেষজ্ঞ দলে কাজ করার অভিজ্ঞতা

বিশেষ আর্থিক বিশেষজ্ঞ দলে কাজ করার অভিজ্ঞতা

সরকারি সূত্রের খবর, আরবিআই ও সেবির মত রাষ্ট্রায়ত্ত সংস্থার বিশেষ অর্থনীতি বিশেষজ্ঞ দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সুব্রহ্মণ্যমের। তাছাড়াও ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বন্ধন ব্যাঙ্কের বিশেষ বোর্ডের সদস্যপদে ছিলেন তিনি। পাশাপাশি 'থালিনমিক্স'-এর মত নতুন ভাবনার উদ্ভব করেছেন কেভি, যা বর্তমানে ভারতীয় অর্থনীতিতে বহুল প্ৰচলিত। সূত্রের খবর, মার্কিন মুলুকে এমরি বিশ্ববিদ্যালয়ের গেজেটা বিজনেস স্কুলে অর্থনীতির অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন কেভি।

কলকাতা থেকেই অর্থনীতিতে এমবিএ

কলকাতা থেকেই অর্থনীতিতে এমবিএ

আন্তর্জাতিক অর্থনীতিবিদদের তথ্যানুযায়ী, নিউইয়র্কের জেপিমর্গ্যান চেস-এ উপদেষ্টার পদ ছাড়াও আইসিআইসিআই-এর মত নামকরা ব্যাঙ্কের বিশেষ আর্থিক গবেষণা দলে নাম রয়েছে কেভি সুব্রহ্মণ্যমের। সূত্রের খবর, ১৯৯৯ সালে কলকাতার আইআইএম থেকে প্রথম স্থানাধিকারী হিসেবে অর্থনীতিতে এমবিএ পাশ করেন কেভি। এছাড়াও ১৯৯৪ সালে আইআইটি কানপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেন কৃষ্ণমূর্তি!

নতুন দশকে নতুন স্বপ্ন নিয়ে এগোবে ভারত, বাজেট পেশের দৃঢ়প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী মোদীনতুন দশকে নতুন স্বপ্ন নিয়ে এগোবে ভারত, বাজেট পেশের দৃঢ়প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী মোদী

English summary
Find out the role of the country's chief economic adviser KV Subramanian in the upcoming budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X