For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটার কার্ড-আধার 'লিঙ্ক' নিয়ে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, জানুন সবিস্তারে

সুপ্রিমকোর্টে একটি রিভাইজড পিটিশন দায়ের করে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা চায় এবার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আবশ্যিক করা হোক আধারকে।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিমকোর্টে একটি রিভাইজড পিটিশন দায়ের করে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা চায় এবার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আবশ্যিক করা হোক আধারকে। দেশের প্রতিটি নাগরিক এবার থেকে ভোটার কার্ডের সঙ্গে তাঁদের আধার কার্ডকে লিঙ্ক করতে বাধ্যা থাকবেন।

ভোটার কার্ড-আধার 'লিঙ্ক' নিয়ে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, জানুন সবিস্তারে

নির্বাচন কমিশনের দাবি, আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার ফলে জাল ভোটারের সংখ্যা কমবে। ফলে ভোট রাজনীতিতে ভুয়ো ভোটার নিশ্চিহ্ন করা যাবে। যার ফলে এক স্বচ্ছ গণতান্ত্রিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এর আগে , নির্বাচন কমিশন জানিয়েছিল আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করার বিষয়টি নাগরিকের ইচ্ছাধীন । তবে এবার গোটা প্রক্রিয়াতে জোর দিয়ে , তারা চাইছে এই লিঙ্ক করার বিষয়টিকে 'আবশ্যিক' বলে ঘোষণা করতে।

এতদিন পর্যন্ত ৩২ কোটি আধার নম্বরের সঙ্গে ভোটার নম্বর সংযুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, বাকি ৫৪. ৫ কোটি আধার নম্বরও যুক্ত হবে সুপ্রিমকোর্টের নির্দেশ এই মর্মে সপক্ষে আসলেই। জানা গিয়েছে ,আর ৩ মাসের মধ্যেই আধার লিঙ্ক করার প্রক্রিয়া শেষ হবে। উল্লেখ্য, ব্যক্তিগত অধিকার সংক্রান্ত মর্মে ইতিমধ্যেই আধারের কার্যকারিতাকে চ্যালেঞ্জ করা হয়। আপাতত , ভোটার কার্ড লিঙ্ক করা নিয়ে সুপ্রিমকোর্ট কী জানাচ্ছে তার দিকে তাকিয়ে নির্বাচন কমিশন সহ গোটা দেশ।

English summary
EC wants Aadhaar linking mandatory with voter ID cards.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X