For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে নির্বাচন বঙ্গে, একাধিক আবেদনের পর দুই দফার ভোট এক দফায় করা নিয়ে কোন ইঙ্গিত কমিশনের

করোনা আবহে নির্বাচন বঙ্গে, একাধিক আবেদনের পর দুই দফার ভোট এক দফায় করা নিয়ে কোন ইঙ্গিত কমিশনের

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের কারণে শেষ দুই দফার ভোট এক দফায় করার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রথমে কমিশন রাজি না হলেও পরে সুর নরম করেছে। সূত্রের খবর কমিশন জানিয়েছে যদি বাহিনী পর্যাপ্ত মেলে তাহলেই দুই দফার ভোট এক দফায় করানো যাবে। যদিও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

শেষ দুই দফার ভোট এক দফায় হোক

শেষ দুই দফার ভোট এক দফায় হোক

রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে শেষ দুই দফার ভোট এক দফার করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি লিখেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে কমিশনকে অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যেই তিনি নিজে কলকাতায় আর প্রচার করবেন না বলে জানিয়েছেন। কেবল ২৬ এপ্রিল কলকাতায় একটি প্রতীকী সভা করবেন তিনি।

 দুই পর্যবেক্ষকের প্রস্তাব

দুই পর্যবেক্ষকের প্রস্তাব

সূত্রের খবর কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েকও শেষ দুই দফার ভোট এক দফায় করার আর্জি জানিয়েছেন। গত পাঁচ দফার ভোটে একাধিক ভোটকর্মী করোনা সংক্রমিত হয়েছেন। এমনকী অবজারভাররাও করোনা আক্রান্ত হয়েছেন। গতকালই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক। বাড়িতে থেকে তিনি কাজ করছেন। রয়েছেন হোম আইসোলেশনে। তারপরেই দুই পর্যবেক্ষকের এই রিপোর্ট বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

কমিশনের ইঙ্গিত

কমিশনের ইঙ্গিত

ভোটের দফা কমানো নিয়ে একের পর এক প্রস্তাব জমা পড়তে শুরু করেছে। তার পরই কমিশন সুর নরম করতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর নির্বাচন কমিশন নাকি জানিয়েছে যদি পর্যাপ্ত বাহিনী মেলে তাহলে দুই দফার ভোট এক দফায় করায় কোন সমস্যা নেই। অথচ করোনা পরিস্থিতিতে ভোট নিয়ে সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেস দফা কমানোর প্রস্তাব দিলে সেটা খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন।

 রেকর্ড দৈনিক সংক্রমণ

রেকর্ড দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড করোনা সংক্রমণ হয়েছে। এক দিনে আক্রান্ত প্রায় ৩ লক্ষ ছুঁই ছুঁই। এক দিনে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তৎপর কেন্দ্র। একাধিক নেতামন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাহুল গান্ধী করোনা সংক্রমিত হয়েছেন। এদিকে ভোট বাংলাতেও একাধিক প্রার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদবপুরের বাম প্রার্থী সুজন চক্রবর্তী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

English summary
EC told if force enough then no issue to do one phase poll in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X