For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ মোদী, শাহ, রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নিয়ে অভিযোগ নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নিয়ে অভিযোগ নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

আজ মোদী, শাহ, রাহুল গান্ধীকে নিয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন

উপ নির্বাচন কমিশনার চন্দ্র ভূষণ কুমার জানিয়েছেন, এদিন মঙ্গলবার কমিশনের গোটা দল একসঙ্গে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। সচিবালয়ের তরফে সমস্ত নথি এক জায়গায় করে কমিশনকে দেওয়া হয়েছে।

কমিশন প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার বৈঠক করে নানা ইস্যুতে আলোচনা করে ও সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি এদিন কমিশন জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের দিনক্ষণ নিয়েও আলোচনা করবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা ভোট করা সম্ভব হয়নি কারণ আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারত বলে কেন্দ্র জানিয়ে দেয়।

কংগ্রেস সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে নরেন্দ্র মোদী ও অমিত শাহ জনসভায় সেনাকে নিয়ে রাজনৈতিক প্রচার করছেন। তা নিয়ে শীর্ষ আদালত নিজেদের অবস্থান জানাবে। তার মাঝেই এদিন কমিশনও নিজেদের রায় দেবে। যদিও কমিশন জানিয়েছে, তাদের বৈঠকের কর্মসূচি অনেক আগেই স্থির হয়ে গিয়েছিল।

English summary
EC to hear pleas against PM Narendra Modi, Amit Shah and Rahul Gandhi today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X