নির্বাচনী প্রচারে অনুরাগ ঠাকুরের বিতর্কিত মন্তব্যের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সেই ঘটনার রিপোর্ট তলব করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। দিল্লির রায়থলা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি।

অনুরাগের বিতর্কিত মন্তব্য
দিল্লির রায়থালা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে একের পর এক উষ্কানি মূলক বিতর্কিত মন্তব্য করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি সিএএ বিরোধীদের কট্টর সমালোচনা করে দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন। তাঁদের গুলি করে মারা উচিত বলে এদিন মন্তব্য করেন অনুরাগ।

কমিশনে নালিশ কংগ্রেসে
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের এই বিতর্কিত মন্তব্যের পর সমালোচনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। কংগ্রেস সরাসি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। বিতর্কিত মন্তব্যের অভিযোগে অনুরাগ ঠাকুের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানায় কংগ্রেস।

রিপোর্ট তলব কমিশনের
কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতেই রায়থালা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। যদিও এতে থামেনি বিতর্কিত মন্তব্য করার হিড়িক। আবার এক বিজেপি সাংসদ শাহিন বাগের প্রতিবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
'বেকারত্ব' প্রসঙ্গ তুলে এয়ার ইন্ডিয়া ইস্যুতে মোদী সরকারকে তোপ 'সেনা'র! রাউত দিলেন কোন বার্তা